Ekhon TV :: এখন টিভি

শীত কমেছে, আসছে বৃষ্টি

শীত কমেছে, আসছে বৃষ্টি

শীত পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে ২ থেকে ৩ দিন

০৮ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

এখনটিভি ডেস্ক, এখন টিভি

০৮ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

শৈত্যপ্রবাহ, কুয়াশা আর কম তাপমাত্রার যৌথ-মহড়ায় প্রায় সপ্তাহখানেক স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত রাজধানীসহ অনেক জেলায়। তবে, রোববার (৮ জানুয়ারি) বেলা একটু বাড়তেই দেখা মেলে সূর্যের। খুব দ্রুতই বাড়তে থাকে তাপমাত্রা। সরগরম হতে থাকে খাবারের দোকান থেকে শুরু করে কর্মস্থলগুলো। তবে, এ পরিস্থিতি স্থায়ী হওয়ার আগেই আবহাওয়া অফিসের খবর-আগামী সপ্তাহে হানা দিতে পারে বৃষ্টি।

শীতের তীব্রতা কমে সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এতে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। যেন বেড়েছে কর্মজীবী মানুষের কাজের গতিও।

একজন রিকশাচালক বলেন, গত দুতিনদিন একটু দেরি করে বের হতাম। আজ ঠাণ্ডা একটু কমেছে। তাই আগেভাগেই বেরিয়ে পড়েছি।

গত কয়েকদিন ঠাণ্ডা বাতাস আর কুয়াশার কারণে কিছুটা ভাটা পড়েছিলো ফুটপাতের খাবারের ব্যবসায়। ভ্রাম্যমাণ খাবারের দোকানে ক্রেতা ছিলো না তেমন। লোকজন বাইরে আসায় বিক্রি বেড়েছে এসব দোকানে।

একজন ফল বিক্রেতা বলেন, রোদ উঠলে আনারস বেশি বিক্রি হয়। ঠাণ্ডায় তো এগুলো তেমন কেউ খায় না।

আরেকজন বলেন, আজকে রোদ উঠেছে। তাই বেচা-কেনা ভালো হবে বলে আশা করছি।

আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ এখনও চলমান। ফরিদপুর, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশায় দৃষ্টিসীমা নেমে আসতে পারে ৫শ' থেকে ৬শ' মিটারে। অন্যান্য সমস্যার পাশাপাশি রাস্তাঘাটে চলতেও সতর্কতার পরামর্শ আবহাওয়াবিদদের।

আবহাওয়াবিদ ছানাউল হক মণ্ডল বলেন, নদীবন্দরগুলোকে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত আমরা সাবধানে চলাচলের জন্য বলছি। স্থলেও দৃষ্টিসীমা অনেক কমে এসেছে। এই কারণে রাতে চলাচলকারী যানবাহনগুলোকে অবশ্যই সাবধানে চলাচল করতে হবে।

পূর্বাভাস বলছে, ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে। সারাদেশে শীত পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে ২ থেকে ৩ দিন। তবে, আগামী সপ্তাহে রয়েছে বৃষ্টি হওয়ায় সম্ভাবনা।

ছানাউল হক মণ্ডল বলেন, কুয়াশা থাকার কারণে আমরা সূর্যের আলো পাচ্ছি না। আর সূর্যের আলো না পাওয়ার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কম। ফলে আমরা সারাদিন শীত অনুভব করছি।

রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো যশোর ও চুয়াডাঙ্গায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

এমএস

Advertisement
Advertisement
Advertisement