
আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
কখনও মেঘ কখনও রোদ রাজধানীর আকাশে
শাহরিয়ার জামান দীপ , এখন টিভি
১৫ মার্চ ২০২৩, ১৬:৪০
বেশ কয়েকদিন টানা গরমের পর আজ (১৫ মার্চ) ভোর থেকেই কখনও মেঘলা আকাশ, আবার কখনও বৃষ্টির হানা। কিছুটা স্বস্তি আসা আবহাওয়ার মাঝেই আশঙ্কা ছিলো ঝড় কিংবা মূষলধারে বৃষ্টির।
ঋতুরাজ বসন্তের দ্বিতীয় মাস চৈত্র। গ্রীষ্মের আগমনী বার্তা টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়েছে। যার ফলে প্রকৃতি থেকে বসন্ত হাওয়া উড়ে গিয়ে গরমে চরম অস্বস্তিতে পড়েন রাজধানীবাসী।
বুধবার (১৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিলো মেঘলা। বইছিলো ঠান্ডা হাওয়া। সকাল ৯টার পর রাজধানীর কোনো কোনো এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। আর চৈত্রের প্রথম দিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজধানীবাসি।
আবহাওয়া অফিস বলছে, এখন প্রাক–মৌসুমি বায়ুর সময়, তাই কিছুটা বৃষ্টি হবে, তবে মুষলধারে বৃষ্টির সম্ভবনা কম। ২১ মার্চ পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকবে, আবার রোদও দেখা যাবে।
কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির।
তিনি বলেন, তার অর্থ এই নয় যে এই এলাকায় প্রত্যকদিন প্রতি জায়গায় বৃষ্টিপাত হবে। তবে বিক্ষিপ্তভাবে এই এলাকাগুলোতে কম-বেশি বৃষ্টিপাতে প্রবণতা থাকবে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আরএন