
আকাশ মেঘলা, ছিটে বৃষ্টিতে মন ভরেনি রাজধানীবাসীর

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি
১৫ মার্চ ২০২৩, ১১:১৩
এখনটিভি ডেস্ক, এখন টিভি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার (১৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কিছু কিছু জায়গায় ছিটেফোটা বৃষ্টি হলেও ভারি বৃষ্টির খবর পাওয়া যায়নি। ঠাণ্ডা বাতাসের গতিও কিছুটা বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি খুব একটা বাড়ার সম্ভাবনা কম। দুপুর নাগাদ আকাশের মেঘ কেটে যেতে শুরু করবে।
দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় ধুলোবালিতে অতিষ্ঠ নগরবাসীর কাছে বৃষ্টিটা খুবই কাঙ্ক্ষিত। আকাশের মেঘ মনে প্রশান্তি আনলেও প্রত্যাশা মেটেনি।
পুরান ঢাকার ওয়ারিতে ফাতেমা আক্তার নামে একজন বেসরকারি চাকরিজীবী বলেন, সকালে ঘুম থেকে উঠে আবহাওয়া দেখে মন ভালো হয়ে গিয়েছিলো, ভেবেছিলাম বৃষ্টিতে ধুলোবালি ধুয়ে যাবে। কিন্তু তা হলো না; বরং বাতাসে ধুলোবালি আরও বেশি উড়ছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক শেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান এখন টেলিভিশনকে বলেন, এখন যেহেতু প্রাক মনসুন চলছে তাই এই সিজনে প্রায়ই বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং বজ্রবৃষ্টি দেখা যাবে। আজকে আকাশের যে অবস্থা সেটা দুপুর পর্যন্ত থাকবে, এরপর অবস্থার উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি জানান, যশোর, কুষ্টিয়া, খুলনা বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর ময়মনসিংহ সেলেট অঞ্চলের নদী-বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গতকাল সুনামগঞ্জসহ বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও সুনামগঞ্জ সদরে বিকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে শিলাবৃষ্টি হয়।
স্থানীয় কৃষকরা জানান, হাওরের জন্য এখন বৃষ্টি হওয়াটা খুব জরুরি ছিলো। তবে শিলা বৃষ্টি হাওরের বোরো ধানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানিয়েছেন, এদিনের শিলাবৃষ্টিতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
এমএস