Ekhon TV :: এখন টিভি

সুনামগঞ্জে থেমে থেমে শিলাবৃষ্টি

সুনামগঞ্জে থেমে থেমে শিলাবৃষ্টি

শিলাবৃষ্টিতে হাওরে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকরা

১৫ মার্চ ২০২৩, ১০:৩৪

সুনামগঞ্জ, এখন টিভি

সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও সুনামগঞ্জ সদরে বছরের প্রথম শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে জেলার বিভিন্ন উপজেলায় এই শিলা বৃষ্টি হয়।

তাহিরপুর উপজেলার কৃষক জালাল মিয়া বলেন, হাওরের জন্য এখন বৃষ্টি হওয়াটা খুব জরুরি ছিলো। তবে শিলা বৃষ্টি হাওরের বোরো ধানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

জামালগঞ্জ উপজেলার কৃষক ছাত্তার মিয়া বলেন, বৃষ্টির জন্য জামালগঞ্জ উপজেলায় বিশেষ মোনাজাত হয়েছে। বৃষ্টি হয়েছে। তবে সেটা শিলা বৃষ্টি।

সুনামগঞ্জ সদর উপজেলার কৃষক রাকিব মিয়া বলেন, হাওরের জন্য বৃষ্টিটা খুবই দরকার ছিলো। তবে যেভাবে শিলা বৃষ্টি হচ্ছে তাতে ধানের চারার ক্ষতি হবে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হচ্ছে। এতে হাওরের বোরো ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর