Ekhon TV :: এখন টিভি

সাজেক ভ্রমণের নতুন সময়সূচি

সাজেক ভ্রমণের নতুন সময়সূচি

সাজেকের অপরূপ দৃশ্য

১১ জানুয়ারি ২০২৩, ১৩:১৬

রাঙামাটি প্রতিনিধি, এখন টিভি

সাজেক ভ্রমণে পর্যটকবাহী যানবাহনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

নতুন এই সুচিতে বলা হয়েছে, এখন থেকে সাজেকগামী যানবাহন বাঘাইছড়ির বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং বিকালে ৩টার পরিবর্তে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল থেকে নতুন এ সময়সূচী কার্যকর করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শীতের কারণে রিসোর্ট ব্যবসায়ীদের অবেদন এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী পিএসসির পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানি উল রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, সাজেকের কটেজ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের যাওয়ার সময় সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং বিকালের সময় ৩টার পরিবর্তে ২টা নির্ধারণ করা হয়েছে।

সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও সড়ক যোগাযোগে কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত করতে হয়। সাজেকের দূরত্ব খাগড়াছড়ি জেলা থেকে ৭০ কিলোমিটার আর দীঘিনালা থেকে ৪০ কিলোমিটার।

ব্যাক্তিগত যান ছাড়া পর্যটকদের ভ্রমণের একমাত্র বাহন চাঁদের গাড়ি। প্রায় দুই ঘণ্টার পাহাড়ি পথে পর্যটকদের নিরাপত্তার জন্য স্থানীয় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টহলের ওপর নির্ভর করতে হয়।

আকন

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ ভ্রমণ খবর