
সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু, আহত ৭

আহত ৭ পর্যটককে হাসপাতালে পাঠানো হয়েছে
০৩ মার্চ ২০২৩, ১৯:৩৭
রাঙামাটি, এখন টিভি
রাঙামাটির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই ফারদিন হাছান বিশাল (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরো ৭ পর্যটককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) বিকাল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে খাসরাং রিসোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাজেক থানার ওসি নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায় চাঁদের গাড়িটি। এসময় গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান ফারদিন হাছান। তিনি ঢাকা শ্যামপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে তৎক্ষানিকভাবে আহত অন্য পর্যটকদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এমএস