Ekhon TV :: এখন টিভি

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন পর ঢাকায় এসে ব্যাপক পরিবর্তন চোখে পড়েছে বলে জানিয়েছেন এই কিংবদন্তি। বৃহস্পতিবার গুলশানে মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন গাঙ্গুলি। এসময় দেশের উন্নয়নে ক্রীড়াপ্রেমী যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

দ্বিতীয়বারের মতো আয়োজন হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি মেয়র কাপ। তাই আসরকে ঘিরে উদ্বোধনী অনুষ্ঠান পেলো ভিন্নতা। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গোলি।


কিংবদন্তি ক্রিকেটার সাবেক এই অধিনায়কে বরণ করে নিতে ফুল হাতে উপস্থিত উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

'দাদা দাদা গানে''র সুরে প্রিন্স অব ক্যালকাটাকে আমন্ত্রণ জানান বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক আকরাম খানসহ বেশ ক'জন সাবেক জ্যেষ্ঠ ক্রিকেটারও।

২০০০ সালে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। স্মৃতিচারণ করতে গিয়ে বাংলাদেশের মানুষের আতিথিয়েতায় মুগ্ধও হন তিনি।

স্মৃতিরোমন্থন করে গাঙ্গুলি বলেন, 'যতবারই আমি এখানে আসি যত মানুষের ভালোবাসা পাই আমি বুঝতে পারি না এইটা ভারত নাকি বাংলাদেশ। আমাকে এত আপন মনে করায় ও০ ভালোবাসা দেয়ায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।'

মেয়র কাপের এই আয়োজনের স্লোগান ''খেলাধুলায় যুক্ত থাকি মাদকমুক্ত সমাজ গড়ি''। দেশের উন্নয়নে যুব সমাজের অবদান তুলে ধরে মেয়র কাপে সৌরভ গাঙ্গুলির সংযুক্তি ভিন্নমাত্রা দিয়েছে বলেও জানান ডিএনসিসি মেয়র।

মেয়র বলেন, 'সৌরভ গাঙ্গুলি, দাদা তুমি আমাদের যে আনন্দ দিয়েছো সে কারণে আমরা আনন্দিত আপ্লুত । এর থেকে আনন্দিত হবার আর কিছু আমাদের কাছে আজ নেই।'

আগামী মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। যার মাধ্যমে মাদকের নেতিবাচকতা প্রকাশ পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেয়া যাবে কঠোর পরিশ্রমী হয়ে উঠতে।
 

ডব্লিউএইচ

Advertisement
Advertisement
Advertisement