
দৈনিক ভাতা প্রায় ১২ হাজার টাকা
ইংল্যান্ড সিরিজে ১৭ লাখ টাকা আয়ের সুযোগ ক্রিকেটারদের

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ২০১৬
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৬
হুমায়ুন কবির রোজ , এখন টিভি
প্রায় ৭ বছর পর ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে। একটু ভিন্ন রোমাঞ্চ নিয়েই অপেক্ষা করছে এদেশের সমর্থকরা। কারণ। একমাত্র ইংলিশদের বিপক্ষেই এখনো ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সেই আক্ষেপ এবার মেটানোর পালা টাইগারদের। সব কিছু ঠিক থাকলে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলথে ২০১৬ সালের পর আবারও বাংলাদেশে আসছে থ্রি লায়ন্সরা।
জস বাটলারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ খেললে ১৭ লাখ টাকা আয় করতে পারবেন একজন ক্রিকেটার। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ ফি থেকে ১৫ লাখ আর দৈনিক ভাতা থেকে আয় করতে পারবেন ২ লাখ ১৬ হাজার টাকা। এর বাইরেও অর্থ আয়ের আরো সুযোগ আছে।
ইংলিশদের ২০ দিনের সফরে ৬টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের আয়টাও হবে বেশ। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে শনিবার বাংলাদেশ জাতীয় দল উঠবে টিম হোটেলে। যে দিন থেকে টিম হোটেলে উঠবে দল সেদিন থেকেই দৈনিক ভাতা পাবেন ক্রিকেটাররা।
ওয়ানডেতে ৩ আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা ম্যাচ ফি পান একজন ক্রিকেটাররা। দৈনিক ভাতা প্রায় ১২ হাজার টাকা। সেই হিসেবে ভাতা থেকে একজন ক্রিকেটার পুরো ইংল্যঅন্ড সিরিজে ২ লাখ ১৬ হাজার আর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচ খেলে ১৫ লাখ টাকা ম্যাচ ফি পাবেন। অথাৎ ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজে একজন ক্রিকেটার ১৭ লাখ টাকা আয়ের সুযোগ আছে।
শুধু ক্রিকেটারই নন। অর্থ পুরস্কার আছে কোচ হাথুরুর জন্য। চুক্তি অনুযায়ী টেস্টে ২ লাখ, ওয়ানডেতে ১ লাখ ও টি-টোয়েন্টির একটি ম্যাচ জিতলে ৫০ হাজার টাকা বোনাস পাবেন হেড কোচ।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতলে বিসিবি থেকে মোটা অংকের বোনাস পাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে, সেক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা জিততে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে টাইগারদের।
ডব্লিউএইচ