Ekhon TV :: এখন টিভি

বাংলাদেশের সবেচেয়ে ব্যয়বহুল কোচ হাথুরু, কেমন ছিলো আগের কোচদের বেতন?

দ্বিতীয় মেয়াদে মাসে মোট ৩২ লাখ টাকার পারিশ্রমিক হাথুরুর

বাংলাদেশের সবেচেয়ে ব্যয়বহুল কোচ হাথুরু, কেমন ছিলো আগের কোচদের বেতন?

এর আগে যারা কোচ ছিলেন তাদের কেউই ২০ লাখ টাকা বেতন পাননি

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি বেতনের কোচ চান্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে মাসে ৩২ লাখ টাকার পারিশ্রমিকে দায়িত্ব নিয়েছেন এই লঙ্কান। এর আগে টাইগারদের যে ১৩ জন বিদেশি কোচ ছিলেন তাদের কেউই ২০ লাখ টাকা বেতন পাননি। 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি প্রথম। যিনি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিয়ে আবারও সেই তাকেই ফিরিয়েছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ক্রিকেটে এই চান্ডিকাই প্রথম যিনি ২০১৪ সালে রেকর্ড ২২ হাজার ডলারে বিসিবি'র সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আবার সেই হাথুরুই প্রথম বাংলাদেশের অতীতের সব কোচের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে মোট ৩২ লাখ টাকা মাসিক বেতনে ফিরেছে বাঘের ডেরায়।

তাহলে এর আগে যে ১৩ জন বিদেশি কোচ এসেছিলো তাদের বেতন কেমন ছিলো। ১৯৯১ সালে মুদ্দাসের নাজির অন্তবর্তীকালি দায়িত্ব নিলেও, বাংলাদেশ মূলত ১৯৯৪ সালে প্রথম মহেন্দ্র অমনাথের মতো হাইপ্রোফাইল কোচ পায়।

এরপর দুই বছরের চুক্তিতে ক্যারিবিয়ান গ্রেট গর্ডন গ্রিনিজকে দায়িত্ব দেয়া হয় মাসে ৫ হাজার ডলারের বিনিময়। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ ও টেস্ট স্ট্যাটার্স পাওয়ানো এই কোচের বিদায় সু-খর হয়নি।

মাসে সাড়ে ৬ হাজার ডলারের বিনিময়ে দক্ষিণ আফ্রিকান এডি বারলো টেকেননি বেশিদিন। তার বদলে এসেছিলেন অস্ট্রেলিয়ান ট্রেভর চ্যাপেল। তিনি বারলোর চেয়ে তিন হাজার ডলার কম বেতনে পেতেন। এরপর মহসিন কামালের অধ্যায় লম্বা হয়নি বাংলাদেশে।

২০০৩ থেকে ৭ এই চার বছরে ডেভ হোয়াটমোরের সময়ে মাশরাফী থেকে আশরাফুল তারপর তামিম সাকিবদের আবিস্কার হয় তার আমলে। মাসে বেতন পেতেন ৫ হাজার ডলার। দুই দফায় চার বছর দায়িত্বে ছিলেন বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স। ২০১১-১২ সালে উচ্চ বেতনে এসেছিলেন রিচার্ড পাইবাস। কিন্তু স্থায়ীত্ব মোটে চার মাস। এরপর অন্তবর্তীকালিন কোচ থেকে মাসে ১১ হাজার ডলারে হেড কোচ দুই বছর ছিলেন জার্গেনসন।

তবে ২০১৪ সালে রিচার্ড পাইবাসকে ছাপিয়ে মাসে রেকর্ড ২২ হাজার ডলারে চুক্তিবদ্ধ হন চান্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের পারফরম্যান্স উন্নতি হওয়ায় সর্বশেষ বাংলাদেশের দায়িত্বে থাকা অবস্থায় সাড়ে ২৭ হাজার ডলার বেতন পেতেন হাথুরু।

চান্ডিকার প্রস্তানে ১৪ হাজার ডলারে আছেন ইংলিশ কোচ স্টিভ রোডস। এরপর শুরু হয় বাংলাদেশে রাসেল ডমিঙ্গোর যুগ। ১২ হাজার ডলারে শুরু করে শেষের দিকে ১৮ হাজার ডলার বেতন পেতেন এই আফ্রিকান।

তবে বাংলাদেশের কোচদের পারিশ্রমিকের সব রেকর্ড ভেঙ্গে মোট ৩২ রাখ টাকা বেতনে আবারও বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্বে ফিরেছেন চান্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এ কোচের সামনে তাই চ্যালেঞ্জ রেকর্ড পারিশ্রমিকের পাশাপাশি রেকর্ড সাফল্য আনার।

আকন

Advertisement
Advertisement
Advertisement