
হাথারুর বেতন বাড়লো না কমলো? আরও যেসব সুবিধা পাবেন

আগের চুক্তিতে হাথুরু মাসে প্রায় ২৪ লাখ টাকা বেতন পেতো বিসিবি থেকে
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৩
তাছওয়ার নাফি , এখন টিভি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৩
ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পুনরায় টাইগারদের কোচ হতে চন্ডিকাকে বেশ মোটা অংকের টাকা বেতন দিতে হচ্ছে বিসিবিকে। শুধু তাই না। আবাসন, নিরাপত্তা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জয়ে পাবেন বিশেষ বোনাস। কেমন বেতন আর কী কী সুবিধা পাবেন চন্ডিকা- চলুন জানা যাক।
ইংল্যান্ড সিরিজ দিয়েই প্রথম অ্যাসাইনমেন্টে নামবেন চন্ডিকা হাথুরুসিংহে। রঙিন এবং সাদা দুই পোশাকের চ্যালেঞ্জই রয়েছে হাথুরের সামনে। এই চ্যালেঞ্জে হাথুরু কতোটুকু উৎরাবেন সেটা সময়ের ফ্রেমেই বাধা রয়েছে।
৭ বছর আগে ৩ বছর মেয়াদে শ্রীলঙ্কার এই কোচ যতো বেতন আর সুযোগ সুবিধা নিয়ে এসেছিলো এবার কি তার পরিমাণ বেড়েছে নাকি কমেছে। এ নিয়েই কথা চালাচালি চলছে মিডিয়া পাড়ায়।
বলা হচ্ছিলো, আগের চেয়ে কম বেতনে আসছেন চন্ডিকা। কিন্তু আদৌ কি তাই? আগের চুক্তিতে হাথুরু মাসে প্রায় ২৪ লাখ টাকা বেতন পেতো বিসিবি থেকে। সাথে বাংলাদেশ সরকারকে দিতে হতো বাধ্যতামূলক ৩০ শতাংশ কর। এবারের চুক্তিতে হাথুরুর বেতনের পরিমাণ সাড়ে ২৫ লাখ টাকা হলেও সরকারকে দিতে হবে না কোনো কর। কর বাবদ সাড়ে ৭ লাখ টাকা সরকারকে দেবে বিসিবি। সেই হিসাবে চন্ডিকা হাথুরুসিংহের মাসিক বেতন দাঁড়াবে সাড়ে ৩৩ লাখ টাকার মতো।
টাইগাররা ম্যাচ জিতলেও বোনাস আসবে হেড কোচের একাউন্টে। সাকিবদের টেস্ট জয়ে কোচের বোনাস ২ লাখ টাকা। ওয়ানডে জয়ে পাবেন ১ লাখ টাকা। আর এর অর্ধেক টাকা পাবেন টাইগাররা ২০ ওভারের কোনো ম্যাচ জিতলেই।
আসন্ন ২০২৩ বিশ্বকাপে তামিমরা যদি চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ে তাহলে চন্ডিকা হাথুরুসিংহে বিসিবি থেকে বোনাস পাবেন বাংলাদেশি টাকায় ১ কোটি টাকা। রানার্সআপ হলে পাবেন ৫০ লাখ এমনকি সেমিফাইনাল ও কোয়ার্টারেও খেললেও বোনাস পাবেন হাথুরু।
শুধু আইসিসি ট্রফিতেই বোনাস মিলবে হাথুরুর এমনটা না। এশিয়া কাপেও রয়েছে পুরস্কার। এশিয়ার সেরা হলে ২৫ লাখের বেশি আর রানার্সআপ হলে মিলবে এর অর্ধেক।
শুধু যে বেতন বোনাসেই বেড়েছে হাথুরুসিংহের তাই নয়। বেড়েছে ছুটির পরিমাণও। আগের চুক্তিতে বছরের ৩০ দিন ছুটি পেতেন চন্ডিকা। এবার সে ছুটি বেড়েছে আরো ১৫ দিন। এমনকি হাথুরু ও তার পরিবারের জন্য বছরে ২৫ লাখ টাকার টিকিটও দিবে বিসিবি, সেটা পৃথিবীর যেকোনো রুটে।
এতো এতো সুবিধা নিয়ে প্রধান কোচকে আনার পর স্বাভাবিক ভাবেই ফলাফলের আশাই করবে ক্রিকেট বোর্ড। আর নিজেদের পাওনা হিসেবটা বুঝে নিতে তো সবাই জানে। বিসিবিও নিশ্চয়ই সেটাই করবে।
এমএস