Ekhon TV :: এখন টিভি

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় জুড বেলিংহাম

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় জুড বেলিংহাম

সেরা দশে নেই সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোন ফুটবলার

১১ জানুয়ারি ২০২৩, ১২:৫১

সানি মৃধা , এখন টিভি

ফুটবলের বাজার মূল্যে সবাইকে পেছনে ফেলে বিশ্বের এখন দামি খেলোয়াড় ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম। রেকর্ড ২১ কোটি ইউরো তার বাজার মূল্য। এ দৌড়ে তিনি পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিয় হল্যান্ডের মতো তারকাদের। দ্বিতীয় স্থানেই আছেন আরেক ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। সেরা দশে নেই সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোন ফুটবলার। 

মেসি, রোনালদোর ফুটবল ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে। তাদের পরবর্তী সময় কে হবেন নতুন রাজা? কাদের আধিপত্য দেখবে ভবিষ্যত ফুটবল বিশ্ব। এনিয়ে বেশকিছু নাম শুনা গেলেও তাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ডকেই এখন পর্যন্ত সবচেয়ে যোগ্য প্রার্থী বলেই মনে করা হচ্ছে । কিন্তু আপনি শুনে অবাক হবেন যে, বর্তমানে ট্রান্সফার মার্কেটে এই দুজনের কেউই সবচেয়ে দামি খেলোয়াড় নন।

মাত্র ২৪ বছর বয়সেই এমবাপ্পে জিতেছেন বিশ্বকাপসহ আরো অনেক শিরোপা। ব্যক্তিগত অর্জনের ঝুলিও কম নয় তার। আর আর্লিং হলান্ড তো ২২ বছর হতে না হতেই ক্যারিয়ার গোলের সংখ্যাকে নিয়ে গিয়েছেন ২০০ ছাড়িয়ে। অথচ এদের থেকেও দামি খেলোয়াড় আছেন আরো দুইজন। হ্যাঁ এমন তথ্যই দিচ্ছে সুইজার‌ল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস।

একজন বরুশিয়া ডর্টমুন্ডের ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, যিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। দ্বিতীয় স্থানে আছেন আরেক ইংলিশ ফরোয়ার্ড, ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির ২২ বছর বয়সী এই খেলোয়াড় পেপ গার্দিওলার অন্যতম অস্ত্র।

ট্রান্সফার মার্কেট অনুযায়ী বেলিংহ্যামের বর্তমান দাম ২o কোটি ৮২ লাখ ইউরো, আর ফোডেনের দাম ২০ কোটি ৫ লাখ ইউরো। তৃতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের দাম ১৯ কোটি ৭ লাখ ইউরো। এমবাপ্পের পরের স্থানেই আছে ব্রাজিলায় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়ার।

পঞ্চম স্থানে আছেন ম্যান সিটি ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড় নির্বচাতি হওয়া আর্জেন্টাইন মিড ফিল্ডার এনজো ফার্নান্দেজ দামও বেড়ে দাড়িয়ে ৮ কোটি ৩ লাখ ইউরো।

ক্লাব হিসেবে সেরা ১০০ জনের মধ্যে ১৩ জনই ম্যানচেস্টার সিটির। এরপরের স্থানে আছে বায়ার্ন মিউনিখ, জার্মান ক্লাবটির নয়জন খেলোয়াড় আছেন সবচেয়ে দামি ১০০ খেলোয়াড়ের তালিকায়।

মূলত ফুটবলারদের সাম্প্রতিক পারফরম্যান্স, ধারাবাহিকতা, লিগের মানসহ নানা সূচক ধরেই সিআইইএস এই গোবেষণা করে।

আকন

Advertisement
Advertisement
Advertisement