Ekhon TV :: এখন টিভি

২০২১ সালের মে থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত পিএসজির তারকা এমবাপ্পের আয় প্রায় ৪ কোটি ১৫ লাখ ডলার। এসময় তিনি ফুটবলারদের মধ্যে আয়ে ছিলেন পঞ্চম স্থানে।

অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস জানিয়েছে, এই তালিকায় সবার উপরে রয়েছে মেসি এবং দুইয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটের মালিক ফরাসী তারকা। ফুটবল নান্দনিকতার পাশাপাশি উপার্জনের দৌড়ে রোনালদো, মেসি কিংবা নেইমারদের সাথে টক্কর দিচ্ছেন এই ফুটবলার।

২০২১ সালের মে মাস থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত। এই সময়ে উপার্জনের দৌড়ে বড় নাম লিওনেল মেসি। তার আয় ১,৩৮৫ কোটি টাকা। আর রোনালদোর ১,১৭২ কোটি টাকা। যেখানে এমবাপ্পের আয় ৪৮০ কোটি টাকা।

অন্য যেকোনো তারকার মতোই বিলাসবহুল বাড়ির পাশাপাশি আছে দামি গাড়ি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে, এমবাপ্পে প্যারিসে যে ফ্ল্যাটে থাকেন, সেটির মূল্য ১ কোটি ৪ লাখ ডলার; যা টাকার অংকে প্রায় ১১১ কোটি। ফ্ল্যাটটিতে ১২টি শয়নকক্ষ, একটি পূর্ণাঙ্গ বাস্কেটবল কোর্ট, ছাড়া ও আছে স্বয়ংসম্পূর্ণ ব্যায়ামাগার।

গাড়ি সংগ্রহের ক্ষেত্রেও রয়েছে ভিন্ন শখ। ভক্সওয়াগন তোয়ারেগ, মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস, অডি, বিএমডব্লিউ'র পাশাপাশি আছে রেঞ্জ রোভারের মত অসংখ্য গাড়ি । তবে সংগ্রহে থাকা সবচেয়ে দামি গাড়ি ফেরারির ৪৮৮ পিস্তা। যা টাকার অংকে প্রায় ৬ কোটি।

এমবাপ্পে শুধু বিলাসবহুল জীবনযাপনেই শুধু অর্থ খরচ করেন না। তিনি প্রচুর অর্থ মানুষের কল্যাণেও ব্যয় করেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ অর্থ দুস্থ ও সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করে থাকেন এই ফুটবল তারকা।

২০২০ সালে কেএম নামে শুরু করেন এমবাপ্পের দাতব্য সংস্থার। যার মাধ্যমে তিনি প্যারিসের ৯৮ জন দরিদ্র শিশুর 'স্বপ্ন পূরণে'র দায়িত্ব নিয়েছিলেন। ফুটবলের এই গতি পথে আরো পরিণত হচ্ছেন এমবাপ্পে। সেই সাথে অর্থ উপার্জনের বড় নাম হয়ে উঠছেন এই ফরাসি তারকা।

এসআই

Advertisement
Advertisement
Advertisement