Ekhon TV :: এখন টিভি

নারীরা ঝুকছেন বডিবিল্ডিংয়ে

প্রতিযোগিতার বডিবিল্ডিংয়ে খরচ লাখ টাকা

এস কে শাওন , এখন টিভি

০৮ জানুয়ারি ২০২৩, ১২:৫৪

বডিবিল্ডিংয়ের যেকোনো প্রতিযোগিতায় অংশ নিতে একজন খেলোয়াড়কে ব্যয় করতে হবে ৩ থেকে ৪ লাখ টাকা। তবে সময়ভেদে ব্যয় বাড়তেও পারে। এমনটাই বলছেন বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়রা।

এদিকে বাংলাদেশে ২০১৯ সালে নারীদের বডিবিল্ডিং প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে তাদের অংশগ্রহণ বাড়ছে। বডিবিল্ডিংয়ের ওমেন ফিজিক ক্যাটাগরিতে সদ্য চ্যাম্পিয়ন হওয়া আনিকা জানালেন, খেলাটিকে পেশা হিসেবে নিলেও উল্লেখযোগ্য আয় নেই। 

একসময় মানুষ শুধুমাত্র নিজেকে ফিট র‌াখতে শরীরচর্চা করতেন। তবে বর্তমান সময়ে বডিবিল্ডিং খেলার জন্য অনেকে শরীর গঠন করছেন। কারণ এই খেলা দেশে খুব একটা জনপ্রিয়তা না পেলেও প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাটি ব্যয়বহুল হলেও বাংলাদেশে বডিবিল্ডিংয়ের সম্ভবনা দেখছেন বডিবিল্ডাররা। দেশে আধুনিক ব্যায়ামাগার বৃদ্ধি পাওয়ায় অনেকেই বডিবিল্ডিংকে পেশা হিসেবেও বেছে নিচ্ছেন।

বডিবিল্ডাররা জানান, বডিবিল্ডিংয়ের ভবিষ্যৎ অনেক ভালো। কারণ এখন ঢাকা শহরে অনেক ভালো জিমনেসিয়াম আছে। এমনকি ৭ থেকে ৮ বছর আগেও এত জিমনেসিয়াম এবং কোচ ছিলো না।

এদিকে বাংলাদেশের নারীরাও ঝুঁকছেন বডিবিল্ডিংয়ে। যদিও অনেক আগে থেকে আধুনিক ব্যায়ামাগারে শরীরচর্চা করছেন নারীরা। অনেক নারীরা এই খেলাকে পেশা হিসেবে নিচ্ছেন।

সম্প্রতি  ওমেন ফিজিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন আফিয়া জান্নাতুল আনিকা জানালেন, প্রতিযোগিতায় প্রাইজমানি খুব বেশি না হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে উল্লেখযোগ্য উপার্জন সম্ভব।

এসআই

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ এখন মাঠে খবর