Ekhon TV :: এখন টিভি

খুলনা টাইগার্সের হয়ে খেলবেন তামিম

ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজি

এখনটিভি ডেস্ক, এখন টিভি

দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা খরচ করে দল গঠন করেছে খুলনা টাইগার্স। শুধু অধিনায়ক তামিম ইকবাল আর পাকিস্তানি তারকা ফখর জামানকে দলে যুক্ত করতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে দুই কোটি টাকা। দল পরিচালন ব্যয়সহ খরচ হবে ১৫ কোটি টাকা। বড় অংকের খরচ মেটাতে ফ্র্যাঞ্চাইজি হিমশিম খাচ্ছে।

দলীয় অনুশীলন দেখে বুঝার উপায় নেই কারা নেমেছেন মাঠে! তামিমও পরে এসেছেন ট্র্যাকস্যুট। কেউ পরে এসেছেন জাতীয় দলের কিট। কারো গায়ে বিসিএলের জার্সি। অন্যরাও যে যার মত করে জার্সি পরে নেমে পড়েছেন মাঠে। অন্য দলগুলোর নিজস্ব জার্সি থাকলেও, এদিকে কোন নজর নেই খুলনার।

তবে খুলনা টাইগার্সের দলটা গোছাতে অনেক খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবারের মত দলের স্বত্ব কিনেছে মাইন্ড ট্রি নামের একটি বিজ্ঞাপনী সংস্থা। দল গোছাতে তারা ব্যয় করেছে প্রায় ৭ কোটি টাকা। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালকে দলে যুক্ত করতে তারা খরচ করেছে ৮০ লাখ টাকা। এছাড়া দলে আরও নিয়েছে সাব্বির রহমান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও মুনিম শাহরিয়ারদের মত অসংখ্য খেলোওয়াড়দের। যারা বিভিন্ন সময়ে গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ফখর জামান, নাসিম শাহদের পাশাপাশি সাবেক পাক পেসার ওয়াহাব রিয়াজ আছেন এই দলে। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এবং আভিস্কা ফার্নান্দো আছেন খুলনায়। তবে সবমিলিয়ে দল নিয়ে বেশ আশাবাদী ক্রিকেটাররা।

খুলনা টাইগার্সের ব্যাটসম্যান ইয়াসির রাব্বি বলেন, খুলনা টাইগার্স সবসময় ভালো খেলার আশা করে। এবার যেহেতু দলে দেশ-বিদেশের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আশা করছি, আমরা খুব ভালো ক্রিকেট খেলবো।

গতবারের আসরগুলোতে ক্রিকেটারদের টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধে অভিযোগ ওঠায় এবার প্রতিটি দলের কাছ থেকে ৮৫০ কোটি টাকা জামানত নিচ্ছে বিসিবি। সঙ্গে পার্টিসিপেশন মানি হিসেবে দিতে হয়েছে ১৫০ কোটি টাকা। আসরজুড়ে ক্রিকেটারদের আবাসন ব্যয়, পরিচালন ব্যয় সহ দলের খরচ আছে আরো অন্তত ৮ কোটি টাকা। দেশের অর্থনৈতিক মন্দায় এত অর্থব্যয়ে হিমশিম খেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, স্বীকার করে নিলেন দলটির কোচ।

কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, দেশের অর্থনৈতিক মন্দায় ফ্র্যাঞ্চাইজিগুলো খুব একটা লাভবান হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বল্পমেয়াদী পরিকল্পনার কারণে তারা প্রতি বছর কোটি কোটি টাকা হারাচ্ছে। তারা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আসতেন, তাহলে তারা উপকৃত হতেন।

বিপিএল-এ এর আগে ৭ বার অংশ নিলেও এখন পর্যন্ত ট্রফি জেতা হয়নি দেশের দক্ষিণাঞ্চলের বিভাগটির। 

এসআই

Advertisement
Advertisement
Advertisement