Ekhon TV :: এখন টিভি

ছুটির দিনে বিপিএলের উদ্বোধনী ম্যাচ। মাঠে নামবেন মাশরাফি -মুশফিকদের মতো তারকারা। অথচ টিকিট কাউন্টারে হাতেগোনা কয়েকজন। এতো সহজে টিকিট কিনতে পেরে অবাক কেউ কেউ।

এক নারী দর্শক বলেন, 'আমি শুনেছিলাম অনেক ভীড়ের কারণে টিকিট পাওয়া যায় না কিন্তু আমরা এসেই টিকিট পেয়েছি। একদিক দিয়ে ভালো লাগছে লাইনে দাঁড়ানোর কষ্ট করতে হয়নি।'

এছাড়াও আরও দুজন বলেন, 'অবাক হবার মতো বিষয়! আগে ব্ল্যাকে (কালোবাজার) টিকিট পাওয়া যেতো না আর এখন একেবারে ফাকা। এবারের মতো সহজে কখনোই টিকিট পাওয়া যায়নি।' 

অন্যবারের বিপিএলগুলোতে আগের রাত থেকেই টিকিটের জন্য দর্শকরা লাইনে দাঁড়িয়ে থাকতেন। বাধ্য হয়ে অনেকে কালোবাজারিদের কাছ থেকেও টিকিট কিনতেন। কিন্তু এবার এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগটাও কেউ কাজে লাগাতে চায় না কেন?

আরও একজন দর্শক বলেন,' বিপিএলের খেলার মান গ্রামের পর্যায়ের হয়ে গিয়েছে। আমাদের হাতে অঢেল সময় জন্য আমরা দেখতে এসেছি। নতুবা সময় নষ্ট করে এমন খেলা দেখতে চাইবে না।'

যারা নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখেন,তাদের কাছে এমন সহজলভ্য টিকিট মেঘ না চাইতে বৃষ্টির মতোই।

এক ক্রিকেট অনুরাগী বলেন, 'এবার তো আসলাম অনেক সহজেই। ১ মিনিটও অপেক্ষা করতে হয়নি। আমার জন্য ভালো হয়েছে।'

বাংলাদেশ-ভারতের ওয়ানডে সিরিজের মতো আকর্ষণীয় ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ছিলো দেড় হাজার টাকা। সেখানে ডিআরএসহীন বিপিএলের টিকিটের মূল্যও একই।

ভিড় না থাকায় কাউন্টারে থাকা লোকেরাও অলস সময়ই কাটাচ্ছেন বলা যায়। তাই কিছুক্ষণ পর পর টিকিট বিক্রির জন্য মাইকিং করছেন। এবারের জৌলুশহীন বিপিএলের অন্যতম একটা উদাহরণ হতে পারে মাইকিং করে টিকিট বিক্রির এই ছবিটা।

ডব্লিউএইচ

Advertisement
Advertisement
Advertisement