
সুনামগঞ্জের ছেলে রবিন দাস
এসেক্সের বাঙালি ক্রিকেটার ঢাকায়

রবিন দাস
০৬ জানুয়ারি ২০২৩, ১৪:৪০
লিপসন আহমেদ , এখন টিভি
ইংলিশ ক্রিকেটার রবিন দাসকে দলে নিয়েছে ঢাকা ডমিনেটরস। ২০ বছর বয়সী রবিন একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ। তাঁর পুরো নাম ‘রবিন জেমস দাস’। (বিপিএল) এবারই প্রথম অংশ নিচ্ছেন তিনি। রবিনের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার বিষয়টি নিশ্চিত করেছে তার দল ঢাকা ডমিনেটরস।আগামী ৬ জানুয়ারি শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল। ৭ জানুয়ারি শনিবার নিজেদের প্রথম ম্যাচে খুলনার মুখোমুখি হবে ঢাকা।
রবিন দাসের বাবা সুনামগঞ্জের মাঠের ক্রিকেটার ছিলেন। সুনামগঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা জিতেন্দ্র কুমার দাসের ছেলে মৃদুল দাস রবিনের বাবা। তার মায়ের নাম জর্জিনা দাস (মৃদুল দাসের স্ত্রী) তিনি লন্ডন সিটির বাসিন্দা। এই পরিবারের অনেকেই এখন সিলেট শহরে (৮৯/৪ মৃত্তিকা, কাজল শাহ) বসবাস করছেন।
রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে। কিন্তু তাঁর শিকড় বাংলাদেশে। বাবার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। ব্রেন্টউড স্কুলে পড়াশোনা করেছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন এসেক্সের হয়ে। এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন। ২০২০ সালের সেই ম্যাচে তিনি করেছিলেন ৭ রান। তবে ২০১৮ সালে এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে দ্বিশতরান করেছিলেন এই বাঙালি। এসেক্স দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন তিনি।
এর আগে ২০২২ সালের ২ জুন বৃহস্পতিবার লর্ডসে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে বাংলাদেশের বংশদ্ভুত তরুণকে দেখে উল্লসিত হয়েছেন সুনামগঞ্জের ক্রিকেটমোদীরা। ৩৮ তম ওভারে অতিরিক্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন তিনি। মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন তিনি।
প্রসঙ্গত, এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে খেলেন রবিনের দাদা জোনাথন দাস জনি। তিনি উইকেটরক্ষক।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর রেজওয়ানুল হক রাজা বললেন, রবিনের বাবা মৃদুল দাসও একজন ভালো ক্রিকেটার ছিলেন। তিনি সুনামগঞ্জ ফ্যান্টম গ্রুপের সংগঠক ছিলেন। রবিনের বড় ভাই জোনাথন দাস জনিও সুনামগঞ্জের মাঠে টুর্নামেন্টে কয়েক বছর আগেও এসে খেলেছে। আমরা বাংলাদেশের প্রান্তিক শহর সুনামগঞ্জের মানুষ রবিনকে ইংল্যান্ডের মূল একাদশে দেখার প্রত্যাশায় থাকবে।
রবিনের জেঠু মিলন দাস বললেন, আমরা খুশি, আমরা একসময় মনে করতাম রবিনের বড় ভাই জোনাথন পেশাদার ক্রিকেটার হবে, এখন সে বড় চাকুরি করছে, রবিন তার স্থান নিয়েছে, আমাদের পরিবারের সকলেরই ক্রিকেটের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।
ঢাকা ডমিনেটরস স্কোয়াড: তাসকিন আহমেদ, চামিকা করুনারতে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান গানি (আফগানিস্তান), রবিন দাস (ইংল্যান্ড), সালমান এরশাদ (পাকিস্তান)।
ডব্লিউএইচ