
পৃথিবীর সবচেয়ে দামি খেলা কোনটি?

'হট এয়ার বেলুন রেসিং' প্রতিযোগিতাও খরুচে
০৭ মে ২০২৩, ১৮:৫৫
এস কে শাওন , এখন টিভি
আজকের গুরুত্বপূর্ণ এখন মাঠে খবর
পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল খেলা কোনটি? অনেকেই মনে করতে পারেন ফুটবল, বাস্কেটবল কিংবা রাগবি। কারণ এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। কিন্তু খরচের দিক দিয়ে এগিয়ে থাকা খেলাগুলো সম্পর্কে জানতে পারলে আপনি অবাক হতে পারেন। কারণ সেগুলোর নাম অনেকের কাছেই অজানা, অচেনা।
এই যেমন হুইটিয়াঙ্গা ফেস্টিভ্যাল অব স্পোর্টস। এ মুহুর্তে পৃথিবীর সবচেয়ে দামি খেলাগুলোর মধ্যে অন্যতম এটি।
খেলাটিতে রেসিং হেলিকপ্টার, যানাবাহন, পাওয়ারবোট, জেট স্কি ও প্যারাসুট ব্যপবহার করতে হয়। এগুলো ক্রয় কিংবা রক্ষণাবেক্ষণ খরচ কোটি কোটি টাকা। খেলার সরঞ্জামাদির হিসেবে এটাকে দামি খেলা বলতে কোনো প্রকার তর্কের প্রয়োজন হয়তো নেই। হুইটিয়াঙ্গা ফেস্টিভ্যাল অব স্পোর্টস ইভেন্ট প্রথম হয়েছিলো নিউজিল্যান্ডে।
ব্যয়বহুল খেলার মধ্যে অন্যতম অশ্বারোহণ। এই খেলায় একজন আরোহীর পাশাপাশি ঘোড়াকেও প্রশিক্ষণ করাতে হয়। এজন্য খরচও প্রচুর।
আন্তর্জাতিক সার্কিটে ঘোড়া দৌড় প্রদর্শনে বছরে খরচ হতে পারে ২ কোটিরও বেশি। বিশ্বের প্রথম অশ্বারোহণ ইভেন্ট অলিম্পিকে অনুষ্ঠিত হয়েছিলো ১৯০০ সালে।
ব্যয়বহুল খেলা হিসেবে সুপরিচিতি রয়েছে গলফের। কেউ গলফ খেলেন আনন্দের জন্য কেউবা খেলেন পেশাদারিত্বের জন্য। যে জন্যই খেলেন না কেন, গলফ ক্লাবগুলোতে সদস্য হওয়ার জন্য হাজার হাজার ডলার খরচ রয়েছে। যেমন লন্ডনের বিখ্যাত গলফ ক্লাব ওয়েন্টওয়ার্থের সদস্য হতে খরচ ১ কোটিরও বেশি। আর সরঞ্জামের খরচ তো আছেই।
হট এয়ার বেলুন রেসিং প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে কারি কারি টাকার প্রয়োজন। আর গরম বাতাস যুক্ত বেলুন আকাশে উড়লেও বলে সস্তা বলার সুযোগ নেই । এটির দাম ১৮ লাখ টাকার বেশি। এই খেলাটির উতপত্তি ফ্রান্সে।
অলিম্পিকের ব্যয়বহুল খেলাগুলোর মধ্যে একটি ববস্লেডিং। যারা ববস্লেড করতে চায় তাদের কর্পোরেট সহায়তা প্রয়োজন। একা ববস্লেড করতেই খরচ লাগে ১ কোটি টাকারও বেশি।
আকন