
বাংলাদেশ ক্রিকেট
মার্চে সাকিবের দ্বিতীয়

সাকিব আল হাসান
১২ এপ্রিল ২০২৩, ১৮:১৩
ওয়াসিউল হক পান্থ , এখন টিভি
আজকের গুরুত্বপূর্ণ এখন মাঠে খবর
মার্চ, ২০২৩ ব্যাটে বলে রঙ্গিন পোশাকে স্বপ্নের মতোই সময় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজি হারলেও, বিশ্বসেরাদের ধবলধলাই করে টিটোয়েন্টিতে।
আবার সেই বিধ্বংসী ফর্ম টেনে আনেন আয়ারল্যান্ডের বিপক্ষেও। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট লাভ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। আর এই ফর্মই তাকে মার্চ ২০২৩ এর আইসিসি মাসসেরা পুরুষ ক্রিকেটারের সম্মান এনে দিয়েছে। বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি।
যদিও ২০২১ সালের জুলাইয়ের মাস সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন সাকিব। সাকিব ছাড়া বাংলাদেশের পক্ষে কেবল মুশফিকুর রহিমের আছে এই পুরস্কার জেতার অভিজ্ঞতা।
পুরস্কার জিতে সাকিব বলেন, 'আমি পুরষ্কার জিততে পেরে সম্মানিত এবং যারা আমাকে ভোট দিয়েছেন সেই বিশেষজ্ঞদের ধন্যবাদ জানাতে চাই। এটি অত্যন্ত মূল্যবান একটি স্বীকৃতি কারণ গেলো মাসে অনেকজন ক্রিকেটারই অনেক ভালো খেলেছেন।
তিনি আরও যোগ করেন, 'আমি যদি গত মাস থেকে আমার সেরা পারফরম্যান্স বাছাই করি তবে এটি অবশ্যপ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ধবলধোলাই। আমাদের দলটি সকল বিভাগে একটি ইউনিট হিসাবে সুন্দরভাবে পারফর্ম করছে। এখন আমার নিজের খেলায় মনোনিবেশ করা ও আরও বেশি অবদান রাখা করা সহজ হবে।'
প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলেন সাকিব। সাবেক শ্রীলংকান ক্রিকেটার পারভেজ মাহরুফ বলেন, 'গেলো মাসে (মার্চ) ইংল্যাণ্ডের মতো দলের বিপক্ষে সাকিবের পারফরম্যান্সের কারণেই তাকে ভোট দিয়েছি। যদিও তিনজন প্রার্থীই মাসজুড়ে ভালো খেলেছেন কিন্তু আমার কাছে সাকিবই পুরষ্কারপ্রাপ্তির যোগ্যতম মনে হয়েছে।
এছাড়াও মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুয়ান্ডার নারী ক্রিকেটার হেনরিয়েট ইশিময়ে। তিনি মার্চে খেলা ৩ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৯২ রান ও বল হাতে ৯ উইকেট তুলে নিয়েছেন। যার মধ্যে ২ ইনিংসে ঈর্ষণীয় বোলিং ফিগার ৪ রানে ৪ উইকেট ও ৬ রানে ৫ উইকেট রয়েছে।
ডব্লিউএইচ