Ekhon TV :: এখন টিভি

তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথম জয়, মেসির গোল

তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথম জয়, মেসির গোল

জাতীয় দলের হয়ে এদিন ৯৯ তম গোল করেন মেসি

২৪ মার্চ ২০২৩, ১১:৪১

এখনটিভি ডেস্ক, এখন টিভি

তিন তারকা সম্বলিত জার্সি গায়ে মাঠে নেমেই জাদু দেখালেন লিওলেন মেসি। আর জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা। শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোরে পানামাকে তারা হারিয়েছে ২-০ গোলে।

আর্জেন্টিনার বুয়েনস আইরেস স্টাডিও মনুমেন্টালে স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। গোল দুটি করেন থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি।

আর্জেন্টিনা দল সবশেষ টু স্টারসহ জার্সি গায়ে দিয়েছিলো ২০২২ সালের ১৮ ডিসেম্বর। ওই দিনই মেসির নেতৃত্বে ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয় শিরোপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখানো আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিলো প্রায় ৭৫ শতাংশ বল। যদিও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট। 

অবশ্য গোলটি অল্পের জন্য মেসির হয়নি। ৭৮ মিনিটে মেসির বাঁকানো ফ্রিকিক পানামার গোল পোস্টে লেগে ফিরে আসার সময় লিয়ান্দ্রো পারেদেস ভলি করতে গিয়ে পারেননি। তবে পাশেই দাঁড়ানো থিয়াগো আলমাদা বাঁ পায়ের শট ঠিকই জাল খুঁজে নেয়। গোলের দেখা পায় আর্জেন্টিনা। 

১১ মিনিট পরেই গোলের দেখা পান মেসি। তার সুক্ষ্ম বাঁকানো শট সরাসরি ঢুকে পড়ে জালে। এটি আর্জেন্টিনার জার্সিতে মেসির ৯৯তম গোল। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮০০তম!

শেষ পর্যন্ত পানামা গোলের দেখা না পেলে ২-০ গোল নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ এখন মাঠে খবর