
দুবাইয়ে পলাতক আসামির দোকান উদ্বোধন করে বিতর্কে সাকিব
আরাভ জুয়েলার্সের মালিক হত্যা মামলার আসামি রবিউল
সানি মৃধা , এখন টিভি
১৬ মার্চ ২০২৩, ১৫:০৯
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে পরের দিনই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব আল হাসান। সেখানে গিয়ে আরাভ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাকিব। হত্যা মামলার আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করে ফের বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান।
সময়মতো অনুষ্ঠানস্থলে উপস্থিত হলেও উদ্বোধনী মঞ্চে উঠেননি সাকিব। বরং ১০ মিনিট থেকে সেই জায়গা ত্যাগ করে তিনি। তবে এ সময়ে একই গাড়িতে সাকিবের সঙ্গে ছিলেন আলোচিত হত্যা মামলার আসামী ও আরাভ জুয়েলার্সের স্বত্বাধিকারী আরাভ খান।
পরে এনআরই নামে আরেকটি স্বর্ণের দোকানের উদ্বোধনীতেও যোগ দেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সম্প্রতি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামেই করা স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান সাকিবসহ অনেক তারকা ক্রিকেটার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।
দোকান উদ্বোধনের আগেই আরাভ খানের বিতর্কিত অতীত নিয়ে খবর প্রকাশ হয় গণমাধ্যমে। কিন্তু তারপরও সেখানে যান সাকিব আল হাসান। এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় সাকিবকে নিয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি কি গণমাধ্যমের খবর দেখেন নি? নাকি দেখেও এড়িয়ে গেছেন সে সংবাদ!
এদিকে, সাকিব আল হাসানের উদ্বোধনের ঘটনায় আবারো আলোচনায় আসে হত্যা মামলার আসামী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
আরএন