
পৃথিবীর শীর্ষ ৫ জন ধনী নারী খেলোয়াড়
সম্পদশালী নারী খেলোয়াড়ের শীর্ষে সেরেনা উইলিয়ামস

দ্বিতীয় ধনীর তালিকায় রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা
১৬ মার্চ ২০২৩, ১২:৪৯
এস কে শাওন , এখন টিভি
পৃথিবীর শীর্ষ ধনী ক্রীড়াবিদদের নাম বলতে গেলে মেসি-রোনালদো, রজার ফেদেরার কিংবা মাইকেল জর্ডানদের মতো তারকা অ্যাথলিটদের নাম আসে। কিন্তু নারী ক্রীড়াবিদরা কি আয়ের দিক দিয়ে পিছিয়ে রয়েছেন? বর্তমান সময়ে তো নারী ক্রীড়াবিদরাও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন পন্থায় কারি কারি টাকা কামিয়ে যাচ্ছেন। তাদের অর্থ সম্পদের পরিমাণটা কেমন?
টেনিস কোর্টকে বিদায় জানালেও সম্পদশালী নারী খেলোয়াড়ের তালিকায় এখনও শীর্ষে সেরেনা উইলিয়ামস। তার গড়ে তোলা সেরেনা ভ্যাঞ্চরসের বিনিয়োগ রয়েছে ৬০টি প্রতিষ্ঠানে।
শুধু খেলা আর ব্যবসাই নয়, বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়ে কাঁড়ি কাঁড়ি টাকা আয় করছেন নারী ক্রীড়াবিদরা। এ মূহুর্তে নারী ক্রীড়াবিদদের মধ্যে সম্পদের দিক দিয়ে শীর্ষে রয়েছেন মার্কিন এই টেনিস তারকা। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। টাকার অংকে যা ২১ হাজার কোটি টাকারও বেশি।
জানা গেছে, টেনিস খেলে বছরে সেরেনা আয় করতেন ৮ মিলিয়ন ডলার। টেনিস ক্যারিয়ারে গেটোরেড, পেপসি, নাইকি মতো বিখ্যাত কোম্পানির স্পন্সর পেয়েছেন। খেলা ছাড়ার পর ব্যবসায় মনোযোগ দিয়েছেন তিনি। সেরেনা ভ্যাঞ্চুরাস নামে তার একটি কোম্পানি রয়েছে। তাছাড়া ৬০ টির মতো ফার্মে তার বিনিয়োগ রয়েছে।
ধনীর দিক দিয়ে পরের অবস্থানে রয়েছেন টেনিসের গ্ল্যামার গার্ল বলে খ্যাত মারিয়া শারাপোভা। অবসরে যাওয়া এই টেনিস তারকার মোট সম্পদের পরিমাণ ১৯৫ মিলিয়ন ডলার। ২০১৬ সালে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসে সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হিসেবে নাম উঠেছিলো তার।
শীর্ষ নারী ধনী ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয়তে আছেন ড্রাগ রেসার এলেক্সিস ডিজোরিয়া। মার্কিন এই ড্রাগ রেসারের ১০০ মিলিয়ন ডলার পরিমাণের সম্পদ রয়েছে। মেক্সিকোর বিখ্যাত কোম্পানি টেকোলিয়া প্যাটরোন থেকে স্পন্সর পাচ্ছেন ডিজোরিয়া।
৯৫ মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে শীর্ষ ধনীর দিক দিয়ে চার নাম্বারে আছেন বিশ্বের সেরা টেনিস খেলোয়াড় ভেনাস উইলিয়ামস। ক্যারিয়ারে ৭টি গ্র্যান্ডস্লাম খেতাবসহ ডাবলস যেতা একক খেলোয়াড় ভেনাস। খেলার পাশাপাশি বিগ্গাপন করেও অনেক অর্থ উপার্জন করেছেন এই টেনিস তারকা। ২০০০ সালে তিনি বিখ্যাত প্রতিষ্ঠান রিবুকের সাথে ৪০ মিলিয়ন ডলারে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। যা কিনা তখনকার সময়ে রেকর্ড ছিলো।
এরপরের অবস্থানে রয়েছে ডানিকা প্যাটরিক। সাবেক মার্কিন এই রেসারের সম্পদের পরিমাণ ৮০ মিলিয়ন ডলার। রেসিং ছাড়াও তার উপার্জনের মাধ্যম ছিলো। খেলার পাশাপাশি তার ক্যারিয়ারে নেশনওয়াইড চেভরোলেট ও কোকাকোলার মতো বিখ্যাত প্রতিষ্ঠান থেকে স্পন্সর পেয়েছিলেন।
আকন