
কালোবাজারি ঠেকাতে টিকিট বিক্রি হবে অনলাইনে
তাছওয়ার নাফি , এখন টিভি
১৫ মার্চ ২০২৩, ১৬:০৫
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের পর মাঠে ফিরেছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ। দুপুরে সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করে বিসিবি।
সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সিরিজের স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইংল্যান্ড সিরিজের স্বত্ব কিনে নেয়া একই কোম্পানি এই সিরিজেও স্পন্সর হয়েছে। তবে এই স্পন্সরশিপ কত টাকায় কেনা হয়েছে তা বলতে নারাজ মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ।
মধুমতি ব্যাংক লিমিটেডের সিইও মো. সাইফুল আজম বলেন, স্পন্সরশিপের শর্তে বিসিবির সঙ্গে তাদের চুক্তি হয়েছে। সেক্ষেত্রে কিছু চুক্তিভিত্তিক বাধ্যবাধকতার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই টাকার পরিমাণ স্পষ্ট করে জানাননি তিনি।
জানা গেছে, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের সম্পত্তি ৫-৭ কোটি টাকায় কিনে নেয় প্রতিষ্ঠানটি। কেন তাদের প্রচারণায় জনপ্রিয় খেলা ক্রিকেটকেই বেছে নিতে চান বলে স্পন্সরশিপ নিয়ে এগিয়ে আসার কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থার এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ক্রিকেট জনপ্রিয়তার দিক থেকে এক নম্বরে। ক্রিকেট বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে পরিচয় করিয়ে দিয়েছে। তাদের পৃষ্ঠপোষকতায় এই লক্ষ্য নির্ধারণ করে।
যেকোনো সিরিজে কালোবাজারি সহ টিকিট নিয়ে দর্শকদের নানা অভিযোগ রয়েছে। সেজন্য আয়ারল্যান্ড সিরিজে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর টিটু বলেন, সবার কাছে সহজে টিকিট পৌঁছে দিতে চাই। যাতে সবাই ঘরে বসে অনলাইনে আয়ারল্যান্ড সিরিজের টিকিট কিনতে পারে এবং কালোবাজারি থেকে দূরে থাকে।
শনিবার সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ও একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়।
এসআই