
ইংলিশদের হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

বাংলাদেশের কাছে ইংল্যান্ডের পরাজয়
১৪ মার্চ ২০২৩, ১৮:৫২
এখনটিভি ডেস্ক, এখন টিভি
সিরিজটা টি-টোয়েন্টির, প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই সিরিজের তিন ম্যাচেই ইংলিশদের হারিয়ে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
যে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ধরা হতো দুর্বল দল, সেই বাংলাদেশই বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের হারালো সিরিজের তিন ম্যাচে। শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ধবলধোলাইয়ের ইতিহাস লিখলো সাকিব আল হাসানের দল। তৃতীয় ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন লিটন কুমার দাস এবং সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত
স্কোর
বাংলাদেশ: ১৫৮/২ (২০)
লিটন দাস ৭৩ (৫৭), নাজমুল হোসেন শান্ত ৪৭* (৩৬)
ক্রিস জর্ডান ৩-০-২১-১
ইংল্যান্ড: ১৪২/৬ (২০)
দাউদ মালান ৫৩ (৪৭), জস বাটলার ৪০ (৩১)
তাসকিন আহমেদ ৪-০-২৬-২
এসআই