Ekhon TV :: এখন টিভি

শর্টার ফরমেটে যত সিরিজ জয়

শর্টার ফরমেটে যত সিরিজ জয়

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিলো টাইগাররা

১৩ মার্চ ২০২৩, ১৫:১৬

ক্রিকেটের শর্ট ফরমেটে এখন পর্যন্ত ৮ টি সিরিজ জয় করতে পেরেছে বাংলাদেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা টি-২০ তে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুখ স্মৃতি রয়েছে টাইগারদের। এবার সেই তালিকায় যুক্ত হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সিরিজ হারানো।  

সাদা বলের পঞ্চাশ ওভার ম্যাচে বাংলাদেশের সক্ষমতা কিংবা শক্তিমত্তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। টেস্ট খেলুড়ে অন্য যে কোন দেশের সাথে টেক্বা দেবার বিষয়টি ক্রিকেট প্রেমীদের জানা। তবে বেশ কিছুদিন হলো সাদা বলের শর্ট ফরমেটেও ঘরের মাঠের সিরিজ জয়ের গ্রাফটা উপরের দিকে। হোম কন্ডিশনের সুবিধা নিয়ে প্রশ্ন থাকলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয় পেয়েছে টাইগাররা। আর এবারতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ নিজেদের করে নিলো সাকিব বাহিনি।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ ফরম্যাটে টাইগারদের যাত্রা শুরু হলেও প্রথম সিরিজ খেলে ২০১২ সালে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে। তাও আবার সেটা আইরিশদের মাটিতে। ৩ ম্যাচের সিরিজে টাইগাররা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে মুশফুকির রহিমের নেতৃত্বে।

এরপর আবার টি-২০ সিরিজ জিততে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৬ বছর। প্রথমবারের মতো বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা।

২০২১ সালটা বাংলাদেশের শর্ট ফরম্যাটের সিরিজের জন্য ছিল সোনালী বছর। এক ক্যালেন্ডারে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মত বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। একই বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২২ টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের থেকে দূর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয় পায় বাংলাদেশ।

তবে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে অধরা রয়ে গেছে টি টোয়েন্টিতে সিরিজ জয়।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement