
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিলো টাইগাররা
১৩ মার্চ ২০২৩, ১৪:০৮
নোমান আবদুল্লাহ , এখন টিভি
টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিলো টাইগাররা। অল্প রানে বেঁধে ফেলা ইংল্যান্ডকে খুব সহজেই চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বোলিংয়ে মিরাজের পর ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন শান্ত।
মেহেদি মিরাজ যেন প্রতিজ্ঞা করে নেমেছিলেন। আগের ম্যাচে বাদ পড়ার শোধটা নিলেন পরের ম্যাচে ফিরে। তার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের সঙ্গে শান্ত'র কৃতিত্বে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আরো একবার মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ।
অল্প রানের লক্ষ্যমাত্রা থাকলেও খেই হারান ব্যাটাররা। আগের ম্যাচে দারুণ শুরু এনে দেয়া রনি তালুকদারের ব্যাট এদিন হাসেনি। মাত্র ৯ রান আসে তার ব্যাটে।
আরো একবার ব্যর্থ হন লিটন দাস। ইংলিশ বোলারদের বিপক্ষে এখন পর্যন্ত সাবলীল হতে পারেননি গেল দুই বছরের বাংলাদেশের শীর্ষ রান সংগ্রাহক। তিনিও ফিরলেন ৯ রান করে।
তবে ধারাবাহিকতার চূড়ায় আরোহন করলেন সমালোচনার চূড়ায় থাকা নাজমুল শান্ত। আগের ম্যাচে মারকুটে ফিফটির পর এদিন ব্যাটটাকে আগলে রাখলেন। উইকেট বিবেচনায় খেলেছেন শান্তসুলভ ইনিংস। অন্যদের আসা-যাওয়ার মিছিলে যোগ না দিয়ে দাঁতে দাঁত চেপে তিনি টিকে থাকেন শেষপর্যন্ত। সারথী হন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়াদের।
মিরাজকে চারে নামিয়ে বাজি খেলেন অধিনায়ক সাকিব। তার প্রতিদান দেন তিনি দুটো ছক্কা হাঁকিয়ে। জয়টাকে তিনি এনে দেন হাতের মুঠোয়।
তবে পরিস্থিতি বিবেচনায় সাকিব আর আফিফের ব্যাট চালানোর ধরণ কোনভাবেই পাশমার্ক পাওয়ার কথা নয়। তাদের বিদায়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে সব শঙ্কাকেই বাইরে পাঠিয়ে দেন তাসকিন। এনে দেন বিজয়ের মূহুর্ত।
এর আগে মেহেদি মিরাজের স্পিন বিষে নীল ইংলিশ শিবির। মিরপুরের স্লো এন্ড লো ট্র্যাক বিবেচনায় তাকে একাদশে ফেরায় বাংলাদেশ। পিচের সর্বোচ্চ ব্যবহারটাই আদায় করে নিয়েছেন মিরাজ। অফস্পিনের মায়াবী জালে বন্দী করেন চার ইংলিশ ব্যাটারকে।
সাকিবও কম করেননি। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক। আর উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৩ রান খরচ করেছেন মিস্টার সেভেন্টি ফাইভ।
উইকেটে ঘূর্ণি দেখে ৫জন স্পিনার ব্যবহার করেন অধিনায়ক সাকিব। তবে নাসুমের পাশাপাশি শান্ত-আফিফরা হাসিমুখ এনে দিতে পারেননি।
তাতে কী! পেসাররাও কম যাননি। আগের ম্যাচের সেরা হাসান মাহমুদ এদিনও দুর্দান্ত। দারুণ এক ইয়র্কারে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলারকে।
ডেথ ওভারে কিপটে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। আর স্ট্রাইকে এসে আগুনে বোলিং করেছেন তাসকিন আহমেদ। দু'জনেরই ঝুলিতে গেছে ১টি করে উইকেট।
সবমিলিয়ে স্বাগতিক বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
এফএইচ