Ekhon TV :: এখন টিভি

মেসির জন্য টাকার থলি নিয়ে বসেছে আল-ইত্তিহাদ

মেসির জন্য টাকার থলি নিয়ে বসেছে আল-ইত্তিহাদ

মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করছে সৌদির ক্লাব

১১ মার্চ ২০২৩, ১১:৫১

এখন মাঠে ডেস্ক, এখন টিভি

মেসির জন্য এবার টাকার থলি নিয়ে বসেছে আল-ইত্তিহাদ। মেসিকে নাকি প্রতি মৌসুমে ৯৪ মিলিয়ন ডলার দিতে প্রস্তুত জেদ্দার ক্লাবটি। তবে কোথায় যাবেন মেসি, তা জানতে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির পিএসজি'র হয়ে খেলার ভবিষ্যৎ অনেকটাই ধোঁয়াশার মধ্যে। কারণ, ক্লাবটির দেয়া নতুন চুক্তির প্রস্তাব মনে ধরেনি আর্জেন্টাইন তারকার। তবে চ্যাম্পিয়ন্স লিগের সুপার সিক্সটিন থেকে পিএসজি'র বিদায়ের পর সেই ধোঁয়াশা আরো ঘনীভূত হয়েছে। গুঞ্জন উঠেছে, মেসির সম্ভাব্য গন্তব্য- নতুন কোনো ক্লাব নিয়ে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব মিয়ামিতে যাওয়া নিয়ে কথা হচ্ছে বেশ। সৌদি প্রো লিগের সফল দল আল-হিলাল তো মেসিকে পেতে ৩ হাজার কোটি টাকার প্রস্তাবনাই দিয়েছিলো।

আল-নাসরে খেলছেন এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির ফুটবল জাগরণে লিওনেল মেসিকে দরকার। হিলালের ডাকে সাড়া দেননি মেসি। তবে এর মধ্যে নতুন খবর, সৌদিরই আরেক ক্লাব আল ইত্তিহাদ নাকি কাড়ি কাড়ি অর্থ হাজির মেসিকে দলে ভেড়াতে।

সাংবাদিক হুয়ান ফন্তেসের বরাতে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আল-ইত্তিহাদ এলএম টেনকে পেতে নাকি প্রতি মৌসুমে ৯৪ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিতে পারে। এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে জেদ্দার ক্লাবটি-এমন খবরও রয়েছে ফুটবল পাড়ায়।

বর্তমানে সৌদি প্রো লিগে দাপটের সঙ্গে এগিয়ে চলছে আল-নাসর ও আল-হিলাল। ২০০৮-০৯ মৌসুমে প্রথমবারের মতো দেশটির লিগে চ্যাম্পিয়ন হয়েছিলো আল-ইত্তিহাদ। এরপর হিলাল ও নাসরের দাপটে অনেকটাই পিছিয়ে ইত্তিহাদ। মেসিকে দলে ভিড়িয়ে শিরোপা পুনরুদ্ধারে চোখ ক্লাবটির।

তবে মেসিকে পেতে যে কোনো ক্লাবকে পোড়াতে হবে অনেক কাঠখড়। গুনতে হবে রেকর্ড পরিমাণ অর্থও। এর ওপর আছে মেসির ইচ্ছা-অনিচ্ছা। সবশেষে কী হয়, তার জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া বিকল্প কিছু নেই আপাতত।

এমএস

Advertisement
Advertisement
Advertisement