
ভক্তকে ক্যাপ দিয়ে আঘাত করলেন সাকিব!

আবারও বিতর্কে সাকিব আল হাসান
১০ মার্চ ২০২৩, ১৫:০১
এখন মাঠে ডেস্ক, এখন টিভি
মাঠ ও মাঠের বাইরে সমান জনপ্রিয় সাকিব আল হাসান। আর সেই জনপ্রিয়তাকে ব্যবসায়ীক কাছে লাগাতে চায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তেমনই এক অনুষ্ঠানে গতকাল (বৃহস্পতিবার) রাতে উপস্থিত ছিলেন সাকিব।
ইংলিশদের বিপক্ষে জয় পাওয়ায় সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ শিরোনামে সাকিব ও তার দল। এরই মাঝে অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়ে ফের আলোচনায় বিশ্বসেরা এই অলরাউন্ডার।
যদিও ঘটনার শুরুটা ছিল ভিন্ন রকম। চট্টগ্রামে এক স্পন্সর প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন করতে যান সাকিব আল হাসান। তবে বিপত্তি বাধে বের হওয়ার সময়। ভক্ত-সমর্থকদের ভিড় ঠেলে গাড়িতে উঠার সময় হঠাৎ টাইগার অলরাউন্ডারের মাথায় থাকা ক্যাপ কেড়ে নেয়ার চেষ্টা করেন এক ব্যক্তি।
এমন কর্মকাণ্ডে কিছুটা বিরক্ত হয়ে ক্যাপ দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করে বসেন সাকিব। এ সময় বেশ বিরক্তও দেখা যায় তাকে।
উল্লেখ্য, সিরিজ জয়ের মিশনে আগামী রোববার (১২ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ।
আরএন