Ekhon TV :: এখন টিভি

বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের ব্যয় দাঁড়ালো ১৫৭ কোটি টাকায়

জুনে আর্জেন্টিনাকে আনতে বদ্ধপরিকর বাফুফে

তাছওয়ার নাফি , এখন টিভি

১০ মার্চ ২০২৩, ১৪:০২

২০১৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের শেষ হওয়ার কথা থাকলেও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে সংস্কারের পরিবর্তন এনে কাজ শেষের সময়সীমা ধরা হয় ২০২২ সাল। সে সময় খরচের বাজেট যুক্ত হয়েছিলো ১৮ কোটি টাকা। খরচ গিয়ে দাঁড়ায় ৯৮ কোটিতে। 

কিন্তু করোনা ভাইরাস, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাবে এই বাজেটেও স্থির থাকতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। 

বৃহস্পতিবার (৯ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক আসেন বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে। এরপর সাংবাদিকদের জানানো হয় সংস্কার কাজে আসছে আবারও পরিবর্তন। যার ফলে বাজেট আরেক দফা বেড়ে এখন দাঁড়িয়েছে ১৫৭ কোটিতে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মু: শুকুর আলী বলেন, সময়ের প্রয়োজনে জিনিসপত্রের দাম বেড়েছে। সেই সাথে ডিজাইনের পরিবর্তন আসছে। যার কারণে খরচটা  ১৫৭ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। 

পুরোনো স্টেডিয়াম নতুনভাবে সংস্কার করাটা চ্যালেঞ্জের বলছেন ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তারা। এ জন্য বারবার বাজেটে আসছে পরিবর্তন আর বাড়ছে সময়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম বলেন, সময়ের বিবর্তনে পুরো পৃথিবীতেই কিন্তু টেকনোলজিকাল কিছু চেঞ্জ আসে। আর সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অনেক পণ্যের সরবরাহ পেতে দেরি হয়েছে। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী রেজা বলেন, দুই মাস আগেও কিন্তু এই রকম অবস্থা ছিলো না। মাঠ ও অ্যাথলেটিক ট্র্যাকের কাজ জুনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। 

অন্যদিকে এ বছরের জুনে মাঠের কাজ শেষ হলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দেশে আনার ব্যাপারে এখনো বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এখন টিভিকে বলেন, আমরা আর্জেন্টিনা দলকে আনতে চাই জুন মাসে। যদি শেষ পর্যন্ত হয় তাহলে আমাদের অন্যান্য অনেক কাজ শেষ করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। 

আরএন

Advertisement
Advertisement
Advertisement