Ekhon TV :: এখন টিভি

মেসির শপিংমলে গুলি, চিঠিতে ‘হত্যার হুমকি’

মেসির অপেক্ষায় আততায়ীরা!

মেসিকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি রেখে যায় আততায়ীরা

০৩ মার্চ ২০২৩, ১৭:১০

এখনটিভি ডেস্ক, এখন টিভি

দেশবাসীকে ৩৬ বছর পর এনে দিয়েছেন বিশ্ব জয়ের আনন্দ। বিশ্বকাপ নিয়ে মেসির দেশে ফেরার পর উৎসবের নগরী হয়ে উঠেছিলো রাজধানী বুয়েনোস এইরেস। এমনকি তাঁর জন্মশহর রোজারিওতেও চলেছে শিরোপা উদ্‌যাপন। কিন্তু এতকিছুর পরও নিজ শহরের একদল মানুষের মন জয় করা হলো না মেসির!

জন্মভূমি রোজারিওতেই হত্যার হুমকি পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। বৃহস্পতিবার (২ মার্চ) দেশের তৃতীয় বৃহত্তম শহর রোজারিওতে ইউনিকো সুপারমার্কেটকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও মেসির উদ্দেশে চিঠি রেখে যায়। মূলত, আততায়ীরা মেসি বা তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন শপিং মলে গুলি চালায়।

পুলিশের বরাতে আল জাজিরা জানিয়েছে, একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ভোররাতে ইউনিকো শাখায় অন্তত এক ডজন গুলি চালায়। ফেরার পথে কার্ডবোর্ডে একটি বার্তা রেখে যায়; যাতে লেখা ছিলো, 'মেসি, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। জাভকিনও একজন মাদক পাচারকারী, তাই সে আপনার যত্ন নেবে না।'

মূলত শহরের মেয়র পাবলো জাভকিন ক্ষমতাসীন পেরোনিস্ট জোটের বিরোধী একজন কেন্দ্র-বাম রাজনীতিবিদ।

বৃহস্পতিবারের হামলায় যদিও কেউ আহত হয়নি। আততায়ীরা মেসি বা তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন শপিং মলে কেন হামলা করেছে তা স্পষ্ট নয়। মেসির শ্বশুরবাড়ির লোকেরা এই প্রথম এমন হুমকি পেলেন।

যদিও মেসি এখনো নিরাপদেই আছেন ও প্যারিসে রয়েছেন। তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই তাদের সোশ্যাল মিডিয়ায় মেসির অনুশীলনের ছবি পোস্ট করেছে।

গেলো সপ্তাহেই ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। চলতি মাসের শেষের দিকে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলে যোগ দিতে আর্জেন্টিনা যেতে পারেন তিনি।

২৩ মার্চ বুয়েনস আইরেসে পানামার বিরুদ্ধে এবং পাঁচ দিন পর সান্তিয়াগো দেল এস্তেরোতে ম্যাচ খেলবে কুরাকাওর বিরুদ্ধে।

ডব্লিউএইচ

Advertisement
Advertisement
Advertisement