
দেশ দেউলিয়া হলেও রেকর্ড মুনাফা লঙ্কান ক্রিকেট বোর্ডের

গেলো বছর ৬৩০ কোটি রুপি আয় করে লঙ্কান ক্রিকেট বোর্ড
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৫
এখনটিভি ডেস্ক, এখন টিভি
শ্রীলঙ্কায় চলমান আর্থিক মন্দার মাঝেই রেকর্ড মুনাফা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। গেলো বছর ৬৩০ কোটি রুপি আয় করে দেশটির ক্রিকেট বোর্ড। যার মধ্যে প্রায় আড়াইশো কোটি রুপি জাতীয় স্পোর্টস তহবিল, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যখাতে অনুদান দিয়েছে সংস্থাটি।
দীর্ঘ ২৫ বছর ধরে চলা গৃহযুদ্ধ থেমেছে ২০০৯ সালে। যুদ্ধ থামার এক যুগের মাথায় দেউলিয়া হতে হয়েছে লঙ্কাদের। করোনা মহামারী পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, দেশটির বিদেশি ঋণ নির্ভরতা ও কৃষি উৎপাদন কমে যাওয়া- এরই মাঝে উচ্চ মূল্যস্ফীতির জেরে দেশটির জনগণের বিক্ষোভ। এসব নিয়ে ২০২২-এর পুরোটা সময়ই অস্থিরতার মধ্যদিয়ে পার করে দেশটি। তবে এত সমস্যার মাঝেও ক্রীড়া ক্ষেত্রে ঠিকই সফল ছিল শ্রীলঙ্কা, যা অন্যদের জন্য দৃষ্টান্ত।
২০২১ সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিট লাভ হয় ২১০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে লাভের অঙ্কটা তিন গুণ বেড়ে হয়েছে ৬৩০ কোটি রুপি, যা দেশটির ক্রিকেট বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড।
তবে বিপুল অঙ্কের এই লাভের সবটাই নিজেদের কোষাগারে জমা রাখেনি এসএলসি। বড় একটা অঙ্ক দিয়েছে অনুদান হিসেবেও। সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমেই শ্রীলঙ্কা ক্রিকেটের বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি। ৯০ কোটি রুপি জাতীয় স্বাস্থ্যখাত ও ২৮ কোটি রুপি জাতীয় স্পোর্টস ফান্ডে অনুদান দিয়েছে সংস্থাটি।
গেলো বছর অর্থনৈতিক সংকটের মধ্যেও অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট দলকে হোস্ট করে প্রায় ২০০ কোটি রুপি আয় করে লঙ্কানরা। মূলত নিজেদের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন, ঘরোয়া লিগ, স্পন্সর ও আইসিসি-এসিসির লভ্যাংশের অংশ থেকেই এ আয় হয়েছে লঙ্কান বোর্ডের। গেল বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও নিরাপত্তা ইস্যুতে আসর অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে।
এমএস