Ekhon TV :: এখন টিভি

এখনটিভি ডেস্ক, এখন টিভি

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩

আপডেট: ১২ এপ্রিল ২০২৩

ছবিঘর

ঐতিহ্যবাহী বারবেরি ব্র্যান্ডের লন্ডন ফ্যাশন উইকে ফেরা

ঐতিহ্যবাহী বারবেরি ব্র্যান্ডের লন্ডন ফ্যাশন উইকে ফেরা

লন্ডন ফ্যাশন উইকে ঐতিহ্যবাহী ফ্যাশন ব্র্যান্ড বারবেরি। ছবি: রয়েটার্স

গাঢ় নীল রঙে কুয়াশাচ্ছন্ন ইংল্যান্ড তুলে ধরা হয়েছে।

গাঢ় নীল রঙে কুয়াশাচ্ছন্ন ইংল্যান্ড তুলে ধরা হয়েছে। ছবি: রয়েটার্স

নজরকাড়া রঙের সাথে পত্র বহন করার ব্যাগ দিয়ে একই সাথে পুরোনো ও নতুনের সমন্বয়।

নজরকাড়া রঙের সাথে পত্র বহন করার ব্যাগ দিয়ে একই সাথে পুরোনো ও নতুনের সমন্বয়। ছবি: রয়েটার্স

স্কার্ফটি মূলত লন্ডন পার্কে বৈচিত্রময় হাঁসগুলোকে প্রদিনিধিত্ব করে বলে জানান, ডিজাইনার ড্যানিয়েল লি।

স্কার্ফটি মূলত লন্ডন পার্কে বৈচিত্রময় হাঁসগুলোকে প্রদিনিধিত্ব করে বলে জানান, ডিজাইনার ড্যানিয়েল লি। ছবি: রয়েটার্স

শীতগ্রস্ত লন্ডনে হট ব্যাগ খুব গুরুত্বপূর্ণ সঙ্গী, এটিকে মাথায় রেখেই হালকা সবুজ ও হলুদের মিশেলে তৈরি এই শীতকালীন পোশাক।

শীতগ্রস্ত লন্ডনে হট ব্যাগ খুব গুরুত্বপূর্ণ সঙ্গী, এটিকে মাথায় রেখেই হালকা সবুজ ও হলুদের মিশেলে তৈরি এই শীতকালীন পোশাক। ছবি: রয়েটার্স

ব্রিটিশ বুটের সঙ্গে পালকবিশিষ্ট এই পোশাকটি শরৎ ও শীতের আবহাওয়াকে মাথায় রেখে তৈরি করা। এই পোশাকে পুরাতনকেই পপ ধারার রূপ দেয়ার চেষ্টা করেছেন ফ্যাশন ডিজাইনার ড্যানিয়েল লি।

ব্রিটিশ বুটের সঙ্গে পালকবিশিষ্ট এই পোশাকটি শরৎ ও শীতের আবহাওয়াকে মাথায় রেখে তৈরি করা। এই পোশাকে পুরাতনকেই পপ ধারার রূপ দেয়ার চেষ্টা করেছেন ফ্যাশন ডিজাইনার ড্যানিয়েল লি। ছবি: রয়েটার্স