Ekhon TV :: এখন টিভি

এখনটিভি ডেস্ক, এখন টিভি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩

আপডেট: ১২ এপ্রিল ২০২৩

ছবিঘর

নানান নামের নান্দনিক নৌকা

নানান নামের নান্দনিক নৌকা

বাংলার নৌকা ছবি: প্যানারোমা অব দ্য সিটি অব ঢাকা

কবিতা-গানে, কাগজী নোট, স্মারক কিংবা প্রতীকে; আবহমানকাল ধরে যাতায়াত থেকে শুরু করে বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে নৌকা গণমানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় বিভিন্ন নামের নৌকা দেখা যেত নদীতে। যেমন- ময়ূরের মতো বলে ময়ূরপঙ্খী আবার সমুদ্রে জেলেদের সাথী সাম্পান। এরকম বিভিন্ন নামের নৌকা সম্পর্কে চলুন জানা যাক।

কবিতা-গানে, কাগজী নোট, স্মারক কিংবা প্রতীকে; আবহমানকাল ধরে যাতায়াত থেকে শুরু করে বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে নৌকা গণমানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা সময় বিভিন্ন নামের নৌকা দেখা যেত নদীতে। যেমন- ময়ূরের মতো বলে ময়ূরপঙ্খী আবার সমুদ্রে জেলেদের সাথী সাম্পান। এরকম বিভিন্ন নামের নৌকা সম্পর্কে চলুন জানা যাক। ছবি: প্যানারোমা অব দ্য সিটি অব ঢাকা

সাম্পান: সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সংগ্রাম করেই বাঁচে উপকূলের জেলে-মাঝিরা। তাদের এই সংগ্রামের বহুকালের সঙ্গী সাম্পান নৌকা। গল্প, কবিতা ও গানে কে শুনেননি এই নৌকার নাম! এই নৌকাগুলোর সামনের অংশ উচুঁ ও বাকানো থাকে, পেছনে সোজা। কুতুবদিয়ায় এধরনে নৌকার ব্যবহার দেখা যায়।

সাম্পান: সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সংগ্রাম করেই বাঁচে উপকূলের জেলে-মাঝিরা। তাদের এই সংগ্রামের বহুকালের সঙ্গী সাম্পান নৌকা। গল্প, কবিতা ও গানে কে শুনেননি এই নৌকার নাম! এই নৌকাগুলোর সামনের অংশ উচুঁ ও বাকানো থাকে, পেছনে সোজা। কুতুবদিয়ায় এধরনে নৌকার ব্যবহার দেখা যায়। ছবি: উইকিপিডিয়া

ডিঙ্গি: দেশের সবচেয়ে পরিচিত নৌকা ডিঙ্গি। সাধারণত নদী পারাপারের জন্য ব্যবহায় করা হয় মাঝারি আকারের এই নৌকা।

ডিঙ্গি: দেশের সবচেয়ে পরিচিত নৌকা ডিঙ্গি। সাধারণত নদী পারাপারের জন্য ব্যবহায় করা হয় মাঝারি আকারের এই নৌকা। ছবি: প্যানারোমা অব দ্য সিটি অব ঢাকা

ময়ূরপঙ্খী: রাজা-মহারাজাদের ব্যবহৃত পছন্দের নৌকা ময়ূরপঙ্খী। এই নৌকার সামনের অংশ ময়ূরের মতো দেখতে বলে এর নামকরণ হয় ময়ূরপঙ্খী। দুটি পালবিশিষ্ট এই নৌকার মাঝি থাকতেন চারজন।

ময়ূরপঙ্খী: রাজা-মহারাজাদের ব্যবহৃত পছন্দের নৌকা ময়ূরপঙ্খী। এই নৌকার সামনের অংশ ময়ূরের মতো দেখতে বলে এর নামকরণ হয় ময়ূরপঙ্খী। দুটি পালবিশিষ্ট এই নৌকার মাঝি থাকতেন চারজন। ছবি: মাৎস্যন্যায়

বজরা: আগের যুগের ধনীদের বিলাসবহুল তরী ছিলো বজরা। আকারে বড়-সড়, ঘর-বাড়ির মতো বহু কক্ষবিশিষ্ট নৌকা এটি। খাবার-দাবারের ব্যবস্থাও থাকতো এই নৌকায়। বলতে গেলে, আদিকালের ইয়াট। তাই ধনকুবেরদের প্রথম পছন্দ ছিলো বজরা। এই ছবিটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের। ছবিটি আঁকা হয় ১৮৪৭ সালে।

বজরা: আগের যুগের ধনীদের বিলাসবহুল তরী ছিলো বজরা। আকারে বড়-সড়, ঘর-বাড়ির মতো বহু কক্ষবিশিষ্ট নৌকা এটি। খাবার-দাবারের ব্যবস্থাও থাকতো এই নৌকায়। বলতে গেলে, আদিকালের ইয়াট। তাই ধনকুবেরদের প্রথম পছন্দ ছিলো বজরা। এই ছবিটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের। ছবিটি আঁকা হয় ১৮৪৭ সালে। ছবি: প্যানারোমা অব দ্য সিটি অব ঢাকা

পানসী: ফরাসি শব্দ ‘পানসী’; যার অর্থ ছোট নৌকা। আগেকার দিনে মানুষ দূরে কোথাও যাওয়ার জন্য বড় পালবিশিষ্ট পানসী নৌকার ব্যবহার করতো। এই পানসীতে করেই মাঝিরা গাইতো মুর্শিদি, ভাটিয়ালি ও মারফতিসহ বিভিন্ন ধারার গান।

পানসী: ফরাসি শব্দ ‘পানসী’; যার অর্থ ছোট নৌকা। আগেকার দিনে মানুষ দূরে কোথাও যাওয়ার জন্য বড় পালবিশিষ্ট পানসী নৌকার ব্যবহার করতো। এই পানসীতে করেই মাঝিরা গাইতো মুর্শিদি, ভাটিয়ালি ও মারফতিসহ বিভিন্ন ধারার গান। ছবি: প্যানারোমা অব দ্য সিটি অব ঢাকা

গয়না: বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় দেখা যেত এই ধরনের নৌকা। এটি আকারে মাঝারি, ব্যবহার করা হতো মূলত যাত্রী পারাপার করায়। একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী আঁটতে পারে তবে রাজশাহী অঞ্চলের নৌকাগুলো আকারে বেশ বড় হওয়ায় আরো বেশি যাত্রী ধারন করতে পারে।

গয়না: বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় দেখা যেত এই ধরনের নৌকা। এটি আকারে মাঝারি, ব্যবহার করা হতো মূলত যাত্রী পারাপার করায়। একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী আঁটতে পারে তবে রাজশাহী অঞ্চলের নৌকাগুলো আকারে বেশ বড় হওয়ায় আরো বেশি যাত্রী ধারন করতে পারে। ছবি: যুগান্তর

বালার: কুষ্টিয়া জেলায় বাণিজ্যের জন্য আদিকাল থেকে এখনো ব্যবহৃত হয়ে আসছে বালার নৌকা। আকারে বড় এই নৌকাগুলো মূলত পণ্য পরিবহণে ব্যবহার করা হয়। দুই পালের এই নৌকায় বৈঠা বায় ১০-১২ জন মাঝি।

বালার: কুষ্টিয়া জেলায় বাণিজ্যের জন্য আদিকাল থেকে এখনো ব্যবহৃত হয়ে আসছে বালার নৌকা। আকারে বড় এই নৌকাগুলো মূলত পণ্য পরিবহণে ব্যবহার করা হয়। দুই পালের এই নৌকায় বৈঠা বায় ১০-১২ জন মাঝি। ছবি: প্যানারোমা অব দ্য সিটি অব ঢাকা