
বাণিজ্য মেলায় ‘পরি পালঙ্কের’ দাম এক কোটি টাকা
হাসিব বিল্লাহ , এখন টিভি
১১ জানুয়ারি ২০২৩, ১৪:৩৯
বাণিজ্য মেলার ৪২ নম্বর স্টল। যেখানে রাখা হয়েছে বান্দরবানে তৈরি কোটি টাকার রাজকীয় এক পালঙ্ক। যা কিনলেই উপহার হিসেবে থাকছে একটি এফজেড মোটরসাইকেল ও ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার। এতে কৌতুহলের শেষ নেই ক্রেতা-দর্শনার্থীদের।
মেলায় আসা দর্শনার্থীদের বিস্ময়ভরা চোখ রাজকীয় এক পালঙ্কে। খাটজুড়ে হাতে খোদাই করা নকশা।
স্টলে গিয়ে দেখা যায়, খাটের চার কোণে ডানা মেলে দাঁড়ানো চারটি পরি। তাদের হাতে প্রজাপতি। বক্সের অংশে রয়েছে ছোট-বড় আরও ১২টি পরি। তাই ১৬ পরির এ খাটের নাম পরি পালঙ্ক।
এই পালঙ্কের দাম চাওয়া হচ্ছে ১ কোটি টাকা। অনেক দর্শনার্থীর হয়তো এ দামে কেনার সামর্থ্য নেই, তাতে কি? স্মৃতি রাখতে ছবিবন্দি করছেন মুঠোফোনে।
দর্শনার্থীরা বলেন, ‘একটা ইউনিক ডিজাইনের খাট এটি। এমন খাট জীবনে আর কখনো দেখিনি।’
৩ বছর ২ মাসে ধরে নিপূন হাতে তৈরি এ খাট। কোটি টাকার খাটটি এরইমধ্যে দর উঠেছে ৫০ লাখে।
বিক্রেতা বলেন, ‘মেলা শুরুর তিন চারদিন গোছাতে না পারায় খাট দেখাতে পারিনি। এরপর থেকে খাটটি দেখে অনেকেই অনেক দাম বলেছেন। প্রথমে ২০ লাখ বললেও সবশেষ ৫০ লাখ টাকা দাম বলেছেন এক ক্রেতা।’
পালঙ্কের নকশাকারী বললেন, রাজা-বাদশাদের ব্যবহারের জন্য এ ধরনের পালঙ্ক তৈরি করা হতো। সেখান থেকেই পেয়েছেন অনুপ্রেরণা।
এই খাটের স্বত্তাধিকারী মো. নুরন্নবী বলেন, ‘কাল্পনিকভাবে, মনের মাধুরি দিয়ে এই খাটের ডিজাইন আমি করেছি। এবং এই ডিজাইন বিশ্বের কোথায় নেই।’
এই পালঙ্ক ঘিরে নানান জল্পনা মেলাজুড়ে। কার শয়নকক্ষে শোভা পাবে কোটি টাকার এই রাজকীয় পালঙ্ক?
আকন