Ekhon TV :: এখন টিভি

ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজের আন্তর্জাতিক প্রদর্শনী

ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজের আন্তর্জাতিক প্রদর্শনী

সাড়ে ৬০০ স্টল নিয়ে ঢাকায় একযোগে চারটি প্রদর্শনী

১১ জানুয়ারি ২০২৩, ১৪:১৮

মাহমুদ রাকিব , এখন টিভি

পোশাক খাতে বাংলাদেশের এগিয়ে যাবার গল্প নতুন নয়। এই খাতে ভর করে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। বৈশ্বিক মন্দার মধ্যেও চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসে পোশাক খাত রপ্তানি করেছে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলার। গত বছরের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ বেশি। এরমধ্যে নিট পোশাকে ১৩ এবং ওভেন পোশাকে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ।

বাংলাদেশের পোশাক খাতের বিকাশে ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে একযোগে বিশ্বের ২০ শীর্ষ পোশাক উৎপাদনকারী দেশের ছয় শতাধিক স্টল অংশগ্রহণে চলছে চারটি প্রদর্শনী। 

আয়োজকরা বলছেন, পোশাক শিল্পের হাত ধরেই ২০৪১ এ উন্নত বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা।

তৈরি পোশাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং। এ শিল্পে অন্তত ৩০টি পণ্যের প্রয়োজন হয়। এসব পণ্যের মধ্যে আছে সুতা, রাবার, বোতাম যা একসময় পুরোটাই আমদানি করতে হতো। কিন্তু এখন এগুলো বাংলাদেশ রপ্তানি করছে।

পোশাক খাতের এমন নানা ধরণের কাঁচামাল, মেশিনারিজ ও রেডিমেড পণ্যের সাড়ে ৬০০ স্টল নিয়ে রাজধানীতে একযোগে শুরু হয়েছে চারদিনব্যাপী চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। যেখানে বসুন্ধরা কনভেনশন সেন্টারের ১১টি হলে একযোগে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, চায়না, শ্রীলঙ্কাসহ ২০ দেশের ক্রেতা, সরবরাহকারী ও উৎপাদনকারী অংশ নিচ্ছে। আন্তর্জাতিক এই প্রদর্শনীর মাধ্যমে ২০ শীর্ষ দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার হবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আশাবাদী। তারা বলছেন, আন্তর্জাতিক এই এক্সপোর মাধ্যমে দেশের পন্যের গুণগত মান বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

বিভিন্ন দেশ থেকে আসা পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, যেহেতু বাংলাদেশ পোশাক শিল্পে শীর্ষ তালিকায় দ্বিতীয় তাই তারা এখান থেকে অভিজ্ঞতা নিতে চান।

আগামীর পোশাক শিল্পের দুনিয়া বাংলাদেশের করতে নতুন নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানালেন শীর্ষ ব্যবসায়ী নেতারা।

আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আকন

Advertisement
Advertisement
Advertisement