Ekhon TV :: এখন টিভি

মশলায় কাপড়ের রঙ মেশানোয় জরিমানা

মশলায় কাপড়ের রঙ মেশানোয় জরিমানা

বিভিন্ন মিল ও দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

০৮ জানুয়ারি ২০২৩, ১৯:০১

সুনামগঞ্জ প্রতিনিধি, এখন টিভি

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাপড়ের রঙ মেশানো গুড়া মসলা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে একটি বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মিল ও দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় শাহজালাল মসলা প্রোডাক্ট এন্ড রাইস মিল নামে একটি প্রতিষ্ঠানকে গুড়া মসলায় কাপড়ের রঙ মিশিয়ে বাজারজাত করার দায়ে ২ লক্ষ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হাজী নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, নিয়মিত বাজার অভিযানে অংশ হিসেবে আজ জগ্ননাথপুর উপজেলায় অভিযান চালাই। এসময় খাবারে মসলায় কাপড়ের রং ব্যবহার করে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছি, সেই সাথে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাজার খবর