Ekhon TV :: এখন টিভি

বিশ্ব বাণিজ্যে ডলারের একচেটিয়া আধিপত্য কমছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ব্রাজিল পর্যন্ত অনেক দেশ তাদের নিজস্ব মুদ্রার দিকে ঝুঁকছে।

তবে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের আধিপত্য রয়েছে। ভূ-রাজনৈতিক ঝুঁকি এড়াতে অনেক দেশ ডলার ব্যবহার থেকে দূরে সরে যাচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক বাণিজ্যে ডলার ব্যবহারে অনীহা বাড়ছে। ব্রাজিল থেকে শুরু করে এশিয়ার অনেক দেশ ডলারের পাশাপাশি তাদের নিজস্ব মুদ্রায় ব্যবসা শুরু করেছে।

কিন্তু কয়েক দশক ধরে বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য রয়েছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় বিশ্বের শীর্ষ অর্থনীতি। জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি-রপ্তানির জন্য আন্তর্জাতিকভাবে ডলার ব্যবহার করা হয়।

কিন্তু ফেডারেল রিজার্ভের একের পর এক সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের ফলে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়। এরপর তাদের মুদ্রার অবমূল্যায়ন করা হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে এখনও ডলারের প্রাধান্য রয়েছে। কিন্তু ১৯৯৯ সাল থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের অংশগ্রহণ ৭০ শতাংশ কমেছে।

গত বছরের শেষ প্রান্তিকে বিশ্বের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে ডলার ছিলো ৫৮ শতাংশ। ইউরো ছিলো ২০ শতাংশ। চীনের ইউয়ান ছিলো প্রায় ৩ শতাংশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ইউয়ানের অংশগ্রহণ বিশ্ববাণিজ্যে বাড়াতে তৎপর চীন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, আমদানি রফতানিতে চীনের বৃহত্তম অংশীদার দেশ এখন ৬১টি, যেখানে যুক্তরাষ্ট্রের ৩০ টি।

চীন ধীরে ধীরে মার্কিন ডলারের মজুদ কমিয়ে আনছে। ফেব্রুয়ারিতে, দেশের ডলারের রিজার্ভ ছিল প্রায় ৮৫ ট্রিলিয়ন, যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। শুধু চীন নয়, ডলারের ব্যবহার থেকে সরে আসছে ব্রাজিল।

২০২২ সালে, চীন এবং ব্রাজিলের মধ্যে বাণিজ্য তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে রেকর্ড ১৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির গতিশীলতার কারণে ডলার বিমুখ হচ্ছে বিভিন্ন দেশ, লাভবান হচ্ছে স্থানীয় মুদ্রা। বাড়ছে ঝুঁকিমুক্ত বিনিয়োগ। দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের অংশগ্রহণ কমায় স্থিতিশীল হচ্ছে পণ্যমূল্য।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, চলতি বছর বিশ্বের মোট প্রবৃদ্ধির ৭০ শতাংশ এশিয়া হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, রাশিয়ার সম্পদ জব্দ করাও ডলারের বিদায়ের জন্য অনেকাংশে দায়ী।২০২২ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলি ৩০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে।

ডলার ব্যবহার কমলেও খুব দ্রুতই মুকুট হাতছাড়া করবে না এই মুদ্রা। কারণ এখন পর্যন্ত ডলারের বিকল্প তৈরি হয়নি। বিশ্বের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এখনও আধিপত্য ডলারের।

এসআই

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাজার খবর