Ekhon TV :: এখন টিভি

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকে শরীয়তপুরের মিরাশা বাজার। যেখানে প্রতিদিন তিন থেকে চার কোটি টাকার রসুন বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। যা ঘিরে গড়ে উঠেছে নানামুখী ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া পদ্মা সেতু চালুর পর দিন দিন পাইকারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজার।

তুলনামূলক কম দাম হওয়ায় ব্যবসায়ী ও পাইকারদের কাছে পছন্দ এই বাজার। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে আসেন। সরাসরি ব্যবসায়ীদের কাছে ন্যায্য দামে রসুন বিক্রি করতে পেরে খুশি চাষিরা।

চাষিরা বলেন, আমরা এই বাজারে প্রতিদিন রসুন নিয়ে আসি। পাইকারদের কাছে ন্যায্য দামে বিক্রি করি। এখানে বেচাকেনা করে আমাদের সুবিধা হয়।

পদ্মা সেতু চালুর পর বেড়েছে বেচাকেনা। ভরা মৌসুমে এই বাজারে প্রতিদিন গড়ে সাড়ে ৬ থেকে ৭০০ টন রসুন বিক্রি হয়। যার বাজার মূল্য সাড়ে তিন থেকে চার কোটি টাকা।

পাইকাররা বলেন, এখানে সব ধরনের রসুনই পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আমরা আসি, সাধ্যমতো দরদাম করে রসুন কেনার চেষ্টা করি। 

মিরাশা চাষি বাজারের সভাপতি আব্দুল জলিল মাদবর বলেন, আমাদের এই বাজার রসুনের জন্য বিখ্যাত। মৌসুমে এই বাজারে প্রতিদিন তিন থেকে চার কোটি টাকার রসুন বিক্রি হয়। 

এদিকে রসুন বাজারকে ঘিরে গড়ে উঠেছে বস্তা তৈরি ও বিক্রির ব্যবসা। যেখানে প্রতিদিন বিক্রি হয় হাজার হাজার বস্তা।

বস্তা বিক্রেতারা বলেন, বাজারে রসুনের বেচাকেনা ভালো হওয়ায় ব্স্তা ও ব্যাগের চাহিদা বেশি। বেচাকেনা করে আমরা বেশ ভালো আছি। 

চলতি মৌসুমে ৭৫টি আড়তে অন্তত ২০০ কোটি টাকার রসুন বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এএইচ

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাজার খবর