Ekhon TV :: এখন টিভি

ভরিতে ১,২৮৩ টাকা বাড়লো স্বর্ণের দাম

ভরিতে ১,২৮৩ টাকা বাড়লো স্বর্ণের দাম

পাঁচ দি‌ন পর বাড়ানো হলো স্বর্ণের দাম।

১৬ এপ্রিল ২০২৩, ১৩:১৬

এখনটিভি ডেস্ক, এখন টিভি

আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। দাম কমা‌র পাঁচ দি‌ন পর বাড়ানো হলো স্বর্ণের দাম।

শনিবার (১৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বা‌ড়ি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা এতদিন ছিলো ৯৭ হাজার ১৬১ টাকা।

নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।

এর আগে গত ১০ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়েছিলো বাজুস। আর ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিলো। সেবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাজার খবর