
কাপ্তানবাজারের মুরগি কারওয়ান বাজার গেলেই দাম বেশি ৪৫ টাকা

সব বাজারে একই দাম বাস্তবায়নের দাবি ক্রেতাদের
২৭ মার্চ ২০২৩, ১৯:৪২
ঢাকা, এখন টিভি
বাজারভেদে নানা দাম ব্রয়লার মুরগির। কাপ্তান বাজারের ১৮৫ টাকার মুরগি একটু দূরের কারওয়ান বাজারে গেলেই হয়ে যাচ্ছে ২১০-২৩০ টাকা। ভোক্তার অভিযানের প্রভাব এক জায়গাতে পড়লেও সব বাজারে একই দাম বাস্তবায়নের দাবি ক্রেতাদের। ভোক্তা অধিকারের হুঁশিয়ারি- দাম নিয়ে কারসাজির বিরুদ্ধে তৎপরতা অব্যাহত থাকবে।এদিকে, বাজারে কমেছে সালাদ তৈরির উপকরণের দাম।
কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির দাম ২১০-২৩০ টাকা রমজানের চতুর্থ দিন রাজধানীর কাপ্তান বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছিল ১৯০ টাকায়। তবে অভিযানে নামে ভোক্তা অধিকার। পরে আরো পাঁচ টাকা কমে হয় ১৮৫ টাকা। এতে বাজারে হঠাৎই বাড়ে ক্রেতা।
তনু চন্দ্রশীল নামে নিম্ন আয়ের এক ব্যক্তি সবশেষ দের মাস আগে কিনেছেন ব্রয়লার মুরগি। দাম বাড়ায় আর কেনা হয়নি। তিনি বলেন, দাম কম থাকলে সবাই একটু খাইতে পারবো। পোলাপান তো মানতে চায় না।
আরেক ক্রেতা বলেন, ২৭০ টাকা হয়ে যাওয়ায় আমরা মুরগ নেই নাই, দাম কমার খবরে এখন বাজারে আসছি।
বিক্রেতারও বলছেন, দাম কিছুটা কমায় ব্রয়লার মুরগির চাহিদা বেড়েছে। আগের থেকে সরবরাহও বেড়েছে বাজারে।
মুরগির বাজার নিয়ন্ত্রণে সকালে কাপ্তান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি দোকান সাময়িক বন্ধ ও আরেকটি দোকানকে জরিমানা করে তারা। ভোক্তার পকেট কেটে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সংস্থাটির পরিচালক।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বাজার অস্থিতিশীল করে, ভোক্তার পকেটের টাকা হাতিয়ে নেওয়ার প্রবনতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। বাজার চলবে চাহিদা এবং সরবরাহের উপর, আমাদের সরবরাহ আল্লাহ এর রহমতে পর্যাপ্ত।
তবে কাপ্তানবাজারের ঠিক উল্টো চিত্র রাজধানীর কাওরান বাজারে। এখানে যে যেভাবে পারছেন বিক্রি করছেন ব্রয়লার মুরগি। ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রেতারা বিক্রি করছেন। বিক্রেতাদের অজুহাত, বেশি দামে কিনছেন তারা।
এ বাজারে যারা মুরগি কিনতে এসেছেন, বেশি দাম দেখে তাদের কন্ঠেও হতাশর সুর। ক্রেতারা বলছেন, আগে যে মুরগি ২৭০ টাকা দিয়ে কিনতাম এখন সেটা ৩৫০ টাকা।
এফএইচ