Ekhon TV :: এখন টিভি

শপিংমলে বাড়ছে ঈদের কেনাকাটা

শপিংমলে বাড়ছে ঈদের কেনাকাটা

স্বাধীনতা দিবসের ছুটিতে রাজধানীর শপিংমলগুলোতে জমেছে ঈদের কেনাকাটা

২৬ মার্চ ২০২৩, ২০:০৩

সিউল আহমেদ , এখন টিভি

স্বাধীনতা দিবসের ছুটিতে রাজধানীর শপিংমলগুলোতে জমেছে ঈদের কেনাকাটা। বিক্রেতারা বলছেন, স্বল্প বাজেটে মানসম্মত পোশাক সরবরাহ করাসহ সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই কালেকশন বাড়াচ্ছেন তারা। ১০ রোজার পর থেকে বাজার পুরোপুরি জমে উঠবে বলে আশা তাদের। এদিকে, গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বাড়ায় কিছুটা বিপাকে পড়েছেন অনেকে।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মার্কেটে ঘুরেছেন ক্রেতারা। কিনেছেন পছন্দের পোশাক। বেলা যত গড়িয়েছে শপিংমলে ততই বেড়েছে ক্রেতার ভিড়।

ক্রেতারা বলছেন, দাম কিছুটা বেশি হলেও এবার প্রচুর পোশাক এসেছে, এর মধ্যে অনেক নতুন ডিজাইনও রয়েছে। 

প্রতিবারের মতো এবারও নতুন ডিজাইনের নানা পোশাক নিয়ে ক্রেতা আকর্ষণে চেষ্টা করা হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, রোজার শুরুতেই তিনদিনের টানা ছুটিতে ক্রেতা এখনও কম। ১০ রোজার পর থেকে বাড়বে বেচা-বিক্রি।

এদিকে ঢাকার বাইরেও জমতে শুরু করেছে ঈদ বাজার। রমজানের প্রথম সপ্তাহ না পেরোতেই বেচাকেনা জমে উঠছে রাজশাহীর দোকানগুলোতে। ক্রেতাদের অনেকে নিত্য নতুন ডিজাইনের খোঁজখবর নিলেও কেউ কেউ ভিড় এড়াতে আগেভাগেই সারছেন কেনাকাটা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাঝারি দামের পোশাকে হাত বাড়াচ্ছেন অনেকে।

বাহারি ডিজাইনের সব পোশাক এনেছে ব্রান্ড শপগুলো। সঙ্গে রাখা হচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। যা ক্রেতাদের বাড়তি আগ্রহ তৈরিতে কাজে লাগছে। বিক্রেতারা বলছেন, স্বল্প বাজেটে মানসম্মত পোশাক সরবরাহ করাসহ ক্রেতাদের কথা মাথায় রেখেই ঈদ কালেকশন বাড়াচ্ছেন তারা। গেলো বছরের তুলনায় প্রায় প্রতিটি পোশাকে বেশকিছুটা দাম বাড়লেও ভালো বেচাকেনার আশা বিক্রেতাদের।

সারা লাইফস্টাইল রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ মিনহাজ বলেন, ডিসকাউন্টের কারনে আমাদের এখানে ক্রেতাদের চাপ বেশি। ক্রেতাদের ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। 

সারা রাজশাহীর সেলস্ এক্সিকিউটিভ আসাদুল হক বলেন, ঈদ উপলক্ষে প্রচুর নতুন পোশাক আসছে। ক্রেতাদেরও ভালো সাড়া পাচ্ছি। 

নারী ক্রেতাদের ভোগান্তি দূর করার পাশাপাশি কেনাকাটায় আগ্রহ বাড়াতে শিশুদের খেলার ব্যবস্থাও রেখেছে কোনো কোনো প্রতিষ্ঠান।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাজার খবর