
বেড়েছে সবজি, মাছ-মাংস ও মসলার দাম

বাজার মনিটরিং জোরদার করা না গেলে দাম আরও বাড়ার শঙ্কা ক্রেতাদের
২৪ মার্চ ২০২৩, ১৬:৫৩
এখনটিভি ডেস্ক, এখন টিভি
প্রথম রমজানে সারাদেশে সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজি, মাছ-মাংস ও মসলার দাম বাড়তি। এরমধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইফতার সামগ্রীর। বাজার মনিটরিং জোরদার করা না গেলে দাম আরও বাড়ার শঙ্কা ক্রেতাদের।
ময়মনসিংহের মেছুয়া পাইকারি বাজার। যেখানে সারা বছরই আশ পাশের জেলা থেকে সবজি সরবরাহ করেন পাইকাররা। এই বাজার থেকেই খুচরা ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সবজি বিক্রি করা হয়।
রমজানের প্রথম দিনে, বাজার ঘুরে দেখা যায়, বেগুন, লেবু ও ধনেপাতার সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ৪০ থেকে ৪৫ টাকার বেগুন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। লেবুর হালি ৩০ আর ধনে পাতার দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
এছাড়া মেছুয়া বাজার বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। চাহিদার কারণেই দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, সরকারি দাম থেকে মাংস ১০ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। খাদ্যের দাম বেশি। আমরা বেশি দামে কিনে আনি তাই বেশি দামে বিক্রি করি।
মাছের খাবারের দাম বৃদ্ধির অযুহাতে নরসিংদীর পাইকারি মাছ বাজারে বেড়েছে সকল প্রকার মাছের দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। দাম বেড়ে চিংড়ি বিক্রি হচ্ছে ১২শ' টাকা, টেংরা বিক্রি হচ্ছে ৭শ' ও রুই ৩২০ টাকা কেজি দরে।
ক্রেতারা বলছেন, যেটা আগে ৩০০ থেকে ৪০০ টাকা ছিলো ওটা এখন ৭০০ টাকা হয়েছে। ক্রয় ক্ষমতার থেকে দাম অনেক বেশি হয়ে গিয়েছে।
রংপুরে মশলার পাইকারি আড়ত ঘুরে দেখা যায়, জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনিসহ দাম বেড়েছে বেশ কিছু মশলার। তবে কমেছে ছোলার দাম, বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা দরে। আর ভোজ্য তেলের সরবরাহ ঠিক থাকায় দাম অপরিবর্তিত।
নওগাঁর পাইকারি বাজারে স্থিতিশীল রয়েছে চালের দাম। বিভিন্ন প্রকার চালে কেজিতে কমেছে ২ থেকে ৩ টাকা। দাম কমে স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকা, ব্রিআর-২৮ ও ২৯ জাতের চাল ৫৫-৫৭ টাকা, ও নাজিরশাইল ৭০-৭২ টাকা কেজি দরে।
চালের বাজার নিয়মিত মনিটরিং ও সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি অব্যাহত থাকায় চালের বাজার নিম্নমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এফএইচ