
আইনী ব্যবস্থা নেবে ব্লক কর্তৃপক্ষ
ক্রিপ্টো জায়ান্ট ব্লক ইনকর্পোরেশনের বিরুদ্ধে হিনডেনবার্গের প্রতিবেদন, শেয়ারে ধস

ক্রিপ্টো জায়ান্ট ব্লকের বিরুদ্ধে অর্থ-কেলেঙ্কারির অভিযোগ
২৪ মার্চ ২০২৩, ১৫:৫৯
মো. ইমরান , এখন টিভি
প্রতারণা, ভুয়া অ্যাকাউন্টন ও লেনদেনে জালিয়াতিসহ ক্রিপ্টো জায়ান্ট ব্লক ইনকর্পোরেশনের বিরুদ্ধে নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছে বিনিয়োগ-গবেষণামূলক সংস্থা হিনডেনবার্গ রিসার্চ। এসব নিয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
দুইবছর ধরে ব্লক ইনকর্পোরেশনের কর্মী, ব্যবহারকারী ও লেনদেনের ওপর গবেষণা করে ভোক্তা ও সরকারের বিরুদ্ধে কোম্পানিটি অপরাধমূলক কর্মকান্ডে প্ররোচিত করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে কোম্পানির দুই সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ও জিম মেকেলভি, চিফ ফিন্যান্সিয়াল অফিসার অমৃতা আহুজা ও ক্যাশ অ্যাপ ম্যানেজার ব্রায়ান গ্রাসাডোনিয়ার বিরুদ্ধে ১ বিলিয়র ডলারের বেশি স্টক বিক্রি করে বাজারে স্টকের দামে হের-ফেরের কথা উঠে এসেছে।
এছাড়া নিয়ম-কানুন না মেনে প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্য দিয়ে সরকার, জনগণ ও বিনিয়োগকারীদের ঠকিয়েছে বলেও দাবি করছে হিন্ডেনবার্গ।
ইয়াহু ফিন্যান্সের তথ্যমতে, প্রতিবেদনটি প্রকাশের দিনে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ১ বিলিয়নের বেশি শেয়ার আছে এমন কোম্পানির মধ্যে সর্বাধিক দরপতন দেখা যায় ব্লকের শেয়ারে। সেদিন ক্রিপ্টোকারেন্সি কয়েন বেইজ ১৪% শতাংশে নেমে আসে।
এদিকে হিনডেনবার্গ রিপোর্টকে ভিত্তিহীন, ভুল ও বিভ্রন্তিকর বলে দাবি করে গবেষণা সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছ ব্লক কর্তৃপক্ষ।
আইকে