Ekhon TV :: এখন টিভি

'ব্রয়লারের দাম কমতে আরও দুয়েকদিন লাগবে'

'ব্রয়লারের দাম কমতে আরও দুয়েকদিন লাগবে'

কারওয়ানবাজারে ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪৫ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

২৪ মার্চ ২০২৩, ১৩:০০

ঢাকা, এখন টিভি

মুরগির নতুন দাম কার্যকর হতে আরও দুয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর কারওয়ানবাজারে অভিযানে এসে একথা বলেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে পোল্ট্রি শিল্পের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে ব্রয়লার মুরগির দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বাজারে এখনো তার প্রভাব দেখা যায়নি। শুক্রবার, প্রথম রমজানে রাজধানীর বিভিন্ন বাজারে আগের দামেই মুরগি বিক্রি হতে দেখা গেছে। কারওয়ানবাজারে ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪৫ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাসজুড়ে তদারকি কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ভোক্তা অধিকার। এরই ধারাবাহিকতায় রোজার প্রথম দিন সকালে রাজধানীর কারওয়ানবাজারে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল সাড়ে ১০টার দিকে বাজারের মুরগির মার্কেটে অভিযান শুরু করেন তারা। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বলেন, রমজানে কিছু বিশেষ সবজির দাম বেড়ে যায়। সে বিষয়ে আমরা তদারকি করবো। এছাড়া মুদি সামগ্রী এবং মাংসের দামও তদারকি করবো।

তবে মুরগির দাম গতকাল যা নির্ধারণ করা হয়েছে তা খুচরা পর্যায়ে বাস্তবায়ন হতে দুয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি।

এদিকে বেগুন ও লেবুসহ কয়েকটি পণ্যের দাম অনেক বেশি রাখা হচ্ছে।  তাদের সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে।

বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০-১০০ টাকা পর্যন্ত। শসার কেজি ৬০ টাকা, টমেটো এবং গাজর ৪০ টাকা করে কেজি। লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি ৪০ থেকে ৫০ টাকা।

এমএস

Advertisement
Advertisement
Advertisement

এই সপ্তাহের সর্বাধিক পঠিত গুরুত্বপূর্ণ বাজার খবর