
পাঙ্গাস-তেলাপিয়াও এখন দামি মাছ!
চট্টগ্রাম, এখন টিভি
১০ মার্চ ২০২৩, ১৩:১৩
বাজারে সস্তা মাছ হিসেবে পরিচিত পাঙ্গাস আর তেলাপিয়াও এখন দামি মাছ হয়ে উঠেছে। চট্টগ্রামে ১৬০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব মাছ। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে অন্যান্য মাছের দামও। সরবরাহ থাকার পরও আড়তদাররা সিন্ডিকেট করে মাছের দাম বাড়িয়ে দিয়েছে দাবি ক্রেতাদের। এজন্য বাজার মনিটরিং না হওয়াকেই দায়ি করছেন তারা।
বাজারে থরে থরে সাজানো সাগরের রিটা মাছ, এক একটির ওজন ৮ থেকে ১০ কেজি পর্যন্ত। বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজিতে। দাম বেশি হওয়ায় দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাজারে আসা অনেক ক্রেতাদের। একই অবস্থা অন্যান্য সামুদ্রিক মাছেরও। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চট্টগ্রামের ফিশারি ঘাটে ক্রেতার পাশাপাশি বেড়েছে মাছের সরবরাহ। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা পর্যন্ত। মুরগির বাজারের মূল্যবৃদ্ধির চাপ মাছের বাজারে পড়ায় দাম বেড়েছে- বলছেন বিক্রেতারা।
বাজারে দামি হয়ে উঠেছে সস্তা মাছ হিসেবে পরিচিত পাঙ্গাস ও তেলাপিয়া। বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। বড় আকারের রুই ও কাতলা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে। সামুদ্রিক মাছের মধ্যে বড় পোয়ার কেজি ৩২০ টাকা, চৈকা ২৬০, আইলা ২০০, মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০টাকা কেজিতে।
ক্রেতারা জানান, রূপচাঁদা, চিংড়ি, রুই মাছের মতো যে মাছগুলো অনুষ্ঠানে লাগে সেগুলোর দাম সবচেয়ে বেশি।
তারা বলছেন আড়তদাররা সিন্ডিকেট করে মাছের দাম বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে বাজার মনিটরিং না হওয়াকেই দায়ী করছেন তারা।
এফএইচ