
শবে বরাত সামনে রেখে বেড়েছে নিত্যপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক, এখন টিভি
০৬ মার্চ ২০২৩, ১৫:৩৯
রোজা শুরুর আগে শবে বরাত উপলক্ষে বাজারে বেচা বিক্রি বাড়ে। বাড়তি আয়োজনে কেনাকাটাও থাকে বেশি। তবে এবারের শবে বরাতে আগে কাপ্তানবাজারের চিত্র ভিন্ন। দোকানদাররা বলছেন, এবারে শবে বরাতে আঁচ লাগেনি বাজারে।
তবে সব রকম মুরগির দাম বেড়েছে। বয়লার মুরগীর ২৫০ থেকে ২৬০টাকা। যা গত সপ্তাহে ছিলো ২৪০ টাকা। পাকিস্তানি ও সোনালি কক মুরগির কেজি সাড়ে তিনশো। যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেড়েছে।
বিক্রেতারা বলেন, দাম বাড়ায় বাজারে ক্রেতার সংখ্য কম। ব্যবসার অবস্থা ভালো না। আমাদের বেশি দামে পন্য আনতে হয়। তাই বেশি দামে বেচতে হয়।
ক্রেতারা বলছেন, বয়লার মুরগীর দাম প্রতিদিন বাড়ছে। মহল্লার বাজার বাদ দিয়ে এখানে এসেছি একটু কম দামে পাওয়ার জন্য কিন্তু এখানেও দাম বাড়তি।
এদিকে গরুর মাংসের দোকানে শবে বরাত উপলক্ষে বিক্রি ভালো হয়েছে বলছেন ব্যবসায়ীরা। তবে একদিনের ব্যবধানে ১০টাকা বেড়েছে কেজিতে। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায়। বেড়েছে খাসির দামও, তবে নেই ক্রেতাদের ভীড়। খাসি বিক্রি হচ্ছে ১২শ টাকা কেজিতে।
বাজারে আসা অনেকেই বলছেন, সব কিছুর দাম বেড়ে যাওয়ায় কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন তারা।
ফলের বাজারের শবে বরাতের প্রভাব নেই তবে বেড়েছে দাম। গত সপ্তাহে আপেল, মাল্টা, আঙুরের দাম বেড়েছে ৪০থেকে ৫০ টাকা।
তবে দাম বাড়েনি কাচা শাকসবজির। শসা, গাজর, টমেটো, মরিচ, ধনে পাতা, বিটের দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়েনি মসলার দোকানেও। আগের দামেই জিনিসপত্র বিক্রি হচ্ছে।
এফএইচ