
চিনির আমদানি শুল্ক অব্যাহতি
সেলিয়া সুলতানা , এখন টিভি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৩
রোজার আগে বাজার স্বাভাবিক রাখতে চিনির ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। একইসঙ্গে নিয়ন্ত্রণমূলক কর ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, ৩০ মে পর্যন্ত শুল্ক অব্যাহতি ভোগ করবেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে চিনি আমদানি বাড়বে, দ্রুতই কমে আসবে দাম।
গত ২৬ জানুয়ারিও চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিক বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন দাম বাড়ালে খোলা চিনি পহেলা ফেব্রুয়ারি থেকে ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনি ১১২ টাকায় ঠেকে।
এর আগে ১৭ নভেম্বর খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়। গতবছর কয়েকদফা শুল্ক কমায় সরকার। কিন্তু সংকট দেখিয়ে চিনির মূল্য ১০৭ থেকে ১১৫ টাকাতেও ওঠে বাজারে।
এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানীর তালিকায় খেজুর ডাল ছোলার সাথে চিনিও রাখা হয়। জানুয়ারি পর্যন্ত এলসির মাধ্যমে ৫৬ লাখ ৫ হাজার ৯০০ মেট্রিকটন চিনি আমদানীতে এলসি খোলার কথা জানায় বাংলাদেশ ব্যাংক।
এবার নিত্যপ্রয়োজনীয় বাজারে চিনির মূল্য স্বস্তি আনতে চিনির আমদানি শুল্ক প্রত্যাহার করেছে অর্থ মন্ত্রণালয়। নিয়ন্ত্রণমূলক কর ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হয়।
অর্থমন্ত্রণালয়ের আভ্যন্তরীন সম্পদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে আগামি ৩০ মে পর্যন্ত এই প্রজ্ঞাপন বহাল থাকবে বলে জানানো হয়।
আকন