Ekhon TV :: এখন টিভি

জর্ডানের মধ্যস্থতায় আলোচনায় বসছে ইসরায়েল-ফিলিস্তিন

জর্ডানের মধ্যস্থতায় আলোচনায় বসছে ইসরায়েল-ফিলিস্তিন

জর্ডানের মধ্যস্থতায় ফিলিস্তিন

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৪

দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনের মাঝেই ফিলিস্তিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ইসরাইল। রোববারের এই বৈঠকে মধ্যস্ততার দায়িত্ব নিয়েছে জর্ডান।

তাদের দাবি, দীর্ঘ সময় পর জর্ডান দুই পক্ষের এমন বৈঠক আয়োজন করতে সক্ষম হয়েছে।

বন্দর নগরী আকাবায় অনুষ্ঠিতব্য বৈঠকে যুক্তরাষ্ট্র ও মিশরের প্রতিনিধিরাও যোগ দেবেন।

জর্ডানের কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৈঠকের প্রধান বিষয়।

আলোচনার আগে জর্ডান, অধিকৃত অঞ্চলে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে ১১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ বছর ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ ৬২ ফিলিস্তিনি মারা গেছে।

এদিকে ইসরায়েলে বিচারিক সংস্কার অবরুদ্ধ করার আন্দোলন নতুন মাত্রায় পৌঁছেছে। শনিবার তেল আবিবে বিক্ষোভের ফলে গণগ্রেফতার হয়েছে।

এসআই

Advertisement
Advertisement
Advertisement