Ekhon TV :: এখন টিভি

৩৪ বছর পর তুষারঝড়ের সতর্কতা ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের একপ্রান্তে তুষারের দাপট, অন্যপ্রান্তে তীব্র দাবদাহ!

৩৪ বছর পর তুষারঝড়ের সতর্কতা ক্যালিফোর্নিয়ায়

ঝড়ে দেখা দিতে পারে আকস্মিক বন্যা

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০২

স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মধ্যাঞ্চলের পর এবার ঝড়ের কবলে দক্ষিণের রাজ্য ক্যালিফোর্নিয়া। ৩৪ বছর পর রাজ্যটিতে জারি হয়েছে বিরল তুষারঝড়ের সতর্কতা। এর আওতায় থাকবে স্যান গ্যাব্রিয়েল পাহাড় থেকে রাজ্যটির উত্তর পর্যন্ত প্রায় ৩ কোটি মার্কিনী। তুষারপাত কয়েক ফুট ছাড়িয়ে যাবার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ।

ইতোমধ্যেই শুরু হয়েছে ভারি হিমশীতল বৃষ্টি। এতে করে অঙ্গরাজ্যটিতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বন্যা সতর্কতার আওতায় রয়েছেন ২ কোটি ১০ লাখ মানুষ। ঝড়ের গতিবেগ ঘণ্টায় পৌঁছাতে পারে ৯৬ কিলোমিটার পর্যন্ত।

আবহাওয়াবিদ এরিক বোল্ডট বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা জুড়ে তুষারঝড় অব্যাহত থাকবে। এতে করে ভারী বৃষ্টি, বজ্রপাত হতে পারে। জ্বলীয় বাষ্পগুলো পরবর্তীতে তুষারপাতে পরিণত হবে।

ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে ৫টি অঙ্গরাজ্যের প্রায় ৭ লাখ পরিবার। শুধু মিশিগান অঙ্গরাজ্যেই এ সংখ্যা পৌঁছেছে ৬ লাখে। দক্ষিণের আরেক বন্দরনগরী অরিগনে দ্বিতীয় দিনে রেকর্ড করা হয়েছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তুষারপাত। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শহরটিতে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়, যা ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ।

তুষারঝড়ের কবলে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ চলাচলও। শুধু শুক্রবারেই দেশটিতে বাতিল হয়েছে প্রায় ৬শ' ফ্লাইট। অন্যদিকে ৫ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে করে যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

যুক্তরাষ্ট্রের একপ্রান্তে যখন চলছে তুষারের দাপট, অন্যপ্রান্তে চলছে তীব্র দাবদাহ। রাজধানীতে বছরের শুরুতেই তাপমাত্রা ছাড়াতে পারে ৮০ ডিগ্রি ফারেনহাইট। এরই মধ্যে ফেব্রুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে ফ্লোরিডায় তাপমাত্রা ছুঁয়েছে ৮৯ ডিগ্রি ফারেনহাইট।

আরএন

Advertisement
Advertisement
Advertisement