Ekhon TV :: এখন টিভি

এই বছরই ইউক্রেনের বিজয়ের বছর: জেলেনস্কি

আগ্রাসনের একবছর: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

এখন বিশ্ব ডেস্ক, এখন টিভি

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩০

‘বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়েছি সেদিন। অবাক লাগে এখনো বেঁচে আছি। আমার বাড়িটা আর নেই। পুরাটা রাশিয়া ধ্বংস করে দিয়েছে।’ ‘বাতাসে বিস্ফোরন হলো। সঙ্গে সঙ্গে সবকিছু ভেঙে গুড়িয়ে গেলো। মনে হলো আমার উপর সবকিছু ভেঙে পড়লো।’ এভাবেই যুদ্ধ শুরুর ভয়াবহতার বর্ননা দিচ্ছিলো ইউক্রেনের সাধারন জনগন। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি মধ্যরাতে কিছু বুঝে ওঠার আগেই ইউক্রেনের স্থল সীমা আর সমুদ্র সীমা দিয়ে প্রবেশ করতে শুরু করে রাশিয়ার ট্যাঙ্ক। সকাল থেকে শুরু হয় ক্ষেপণাস্ত্র হামলা। এরপর থেকে দেশটির পূর্ব আর দক্ষিণাঞ্চলে হামলার পরিসর বাড়াতে থাকে মস্কো। কিয়েভও রুখে দাঁড়ায়। পশ্চিমাদের সহায়তায় প্রতিহত করতে থাকে রুশ সেনাদের। বাড়তে থাকে হতাহত আর অভিবাসীর সংখ্যা। বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির অর্থনীতি। এরপরও কোনভাবে হাল ছাড়েন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার প্রত্যাশা, চলতি বছরই রাশিয়ার আগ্রাসন থেকে মুক্তি পাবে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন আমরা প্রস্তুত, সবাইকে পরাজিত করতে। এই দিন আমাদের জন্য অনেক বড় ছিলো। এরপর আর আমরা ঘুমাইনি। এখন আমরা একসাথে একক শক্তি। স্বাধীনতা এই বছরই ছিনিয়ে নেবো। আমাদের পরাজিত করতে পারবে না রাশিয়া।

এদিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জরুরি বিশেষ এই অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১ টি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

রাশিয়ার আর্থিক খাতের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সব কটি বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ তহবিল, বিমাসহ দেশটির কয়েকটি কোম্পানি। ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরুর এক বছর পূর্তিতে রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগ্রাসনের একবছরে ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রাশিয়াকে প্রতিহত করার ক্ষমতার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এফএইচ

Advertisement
Advertisement
Advertisement