
ভূমিকম্পে তুর্কিয়েতে ধ্বংস ১ লাখ ১৮ হাজার ভবন
এখন বিশ্ব ডেস্ক, এখন টিভি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৯
শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে তুর্কিয়েতে ধ্বংস হয়েছে ১ লাখ ১৮ হাজার ভবন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির হিসাবে, এই বিপর্যয়ে প্রায় ২১০ কোটি টন কংক্রিটের জঞ্জাল তৈরি হয়েছে। শুধু দেশটির দক্ষিণাঞ্চলে বাস্তুহারাদের জন্য প্রয়োজন হবে ৫ লাখ নতুন ঘর।
উদ্ধারকাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলেও এখনও ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া প্রাণিদের বের করে আনা হচ্ছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। আত্মীয়-স্বজন হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত এ শিশুদের আনন্দ দেয়ার কাজ করছে একদল স্বেচ্ছাসেবক। রংবেরং এর পোশাক পরে নেচে গেয়ে শিশুদের মানসিক ধকল কাটিয়ে ওঠতে সহায়তা করছেন তারা।
স্বেচ্ছাসেবকরা বলেন, ওদের খুশি থাকতে দেখলে আমাদেরও ভালো লাগে। এমন কাজে ওদের যেমন মানসিক ধকল কমে, তেমনি আমাদেরও কষ্ট কমে।
সিরিয়ার ওপর থাকা আন্তর্জাতিক বিশ্বের নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দেশটিতে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সুযোগে দেশটির রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে সংলাপের ওপর জোর দিয়েছেন সংস্থাটির মহাসচিব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেন, দুর্যোগকে রাজনৈতিক সংলাপের সম্ভাবনা হিসেবে দেখা উচিত। যদিও মানবিক সহায়তা পৌঁছানোকে আমরা প্রধান্য দিচ্ছি।
এদিকে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ৫৬৪ জনকে গ্রেফতার করেছে তুর্কিয়ে সরকার। যাদের মধ্যে রিমান্ডে নেয়া হয়েছে ১৬০ জনকে। ভূমিকম্পের ১৮ দিন পার হলেও দেশ দুটিতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে।
এফএইচ